মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ০৬:০৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নববিবাহিত রায়হান নিহত, স্ত্রীর অবস্থা আশঙ্কাজনক ঈশ্বরগঞ্জে সুলভ মূল্যের হাটে নিন্ম আয়ের মানুষের স্বস্থি, ক্রেতাদের উপচেপড়া ভিড় বরগুনায় শিক্ষা অফিসারের অপকর্ম আড়াল করতে নাম সর্বস্ব ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের মানববন্ধন দেশের দীর্ঘতম যমুনা রেলসেতুর উদ্বোধন ঈদুল ফিতরকে সামনে রেখে ময়মনসিংহ জেলা পুলিশের ব্যাপক নিরাপত্তা গ্রহণ ভাঙ্গায় রেললাইনের পাশে ক্ষত-বিক্ষত যুবকের মরদেহ উদ্ধার ফুলবাড়িয়ায় জামায়াতের আলোচানা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সর্বত্র বৈষম্যহীন বিদ্যুৎ সরবরাহ প্রশ্নে হাইকোর্টের রুল ঈদ উপলক্ষে যান চলাচল নিয়ন্ত্রণে ডিএমপির বিশেষ ব্যবস্থা বালু তোলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত, একজন গুলিবিদ্ধ

ভাঙ্গায় রেললাইনের পাশে ক্ষত-বিক্ষত যুবকের মরদেহ উদ্ধার

ভাঙ্গায় রেললাইনের পাশে ক্ষত-বিক্ষত যুবকের মরদেহ উদ্ধার

ওয়াহিদুজ জামান, ক্রাইম রিপোর্টার ফরিদপুর

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আতাদি মাছের আড়ৎ ও রেল লাইনের পাশ থেকে এক যুবকের ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার করেছে ভাঙ্গা থানা পুলিশ। মঙ্গলবার (১৮ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফরিদপুর মর্গে প্রেরন করে।

নিহতের বাড়ি ভাঙ্গা উপজেলা তুজারপুর ইউনিয়নের সরইবাড়ী গ্রামের মোস্তফা শেখের পুত্র রনি শেখ(২০)। সে পাশেই মাছের আড়তের চাকরি করতেন।

প্রত্যক্ষদর্শী মুক্তা বেগম জানান, সকাল অনুমানিক সাড়ে নয়টার দিকে গোবর ভাংতে বাসা থেকে বের হই হঠাৎ দেখি রেল লাইনের পাশে একটা মানুষের লাশ পড়ে আছে। আশপাশে কোন লোক দেখতে না পেয়ে আমি পুলিশকে খবর দেই।

এ বিষয়ে ভাঙ্গা থানার এস,আই আবজাল হোসেন জানান, সকাল সাড়ে ৯টার দিকে সংবাদ পেয়ে ভাঙ্গা পৌর এলাকার আতাদী মাছের আড়ৎ ও রেললাইনের পাশ থেকে ক্ষত- বিক্ষত এক যুবকের লাশ উদ্ধার করি। সে ঘটনা স্থলের পাশেই মাছের আড়তে চাকরি করতো। প্রাথমিকভাবে ধারণা করছি, কাজ শেষ করে রেললাইনের উপর হাটতে ছিল বা বসা ছিল। হয়তো ট্রেনের ধাক্কা খেয়ে তার মুখমণ্ডল সহ বিভিন্ন জায়গায় ক্ষত বিক্ষত হয়েছে বা অন্য কোন কারণ আছে কিনা সে বিষয় ক্ষতিয়ে দেখা হচ্ছে। আমরা লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন :

© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত । দৈনিক প্রলয়