মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ০৫:১৮ অপরাহ্ন
সেলিম মিয়া, ফুলবাড়িয়া
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় সাংবাদিক, ব্যবসায়ী ও পেশাজীবিদের সম্মানে ইফতার মাহফিল ও রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ মার্চ) উপজেলা সদরের পালকি কমিউনিটি সেন্টারে বাংলাদেশ জামায়াতে ইসলামী ফুলবাড়ীয়া উপজেলা শাখা এ আয়োজনটি করে।
প্রধান অতিথি ছিলেন, ময়মনসিংহ জেলা জামায়াতের আমীর মো. আব্দুল করিম। বিশেষ অতিথি ছিলেন, নায়েবে আমীর অধ্যক্ষ মু. কামরুল হাসান মিলন, সহকারি সেক্রেটারী মাহবুবুর রশিদ ফরাজী প্রমুখ।
সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর ফজলুল হক শামীম। সঞ্চালনায় উপজেলা জামায়াতের সেক্রেটারী ডা: আব্দুর রাজ্জাক। এ সময় জেলা জামায়তের সাবেক আমীর অধ্যাপক মো জসিম উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এবি সিদ্দিক, সাবেক সাধারণ সম্পাদক আশিকুল হক আশিক, পৌর বিএনপির আহ্বায়ক একেএম শমসের আলী, জামায়াত নেতা প্রধান শিক্ষক মো আব্দুল মজিদ, সাংবাদিকদের পক্ষে ফুলবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: আব্দুল হালিম উপস্থিত ছিলেন। ইফতারের পূর্বে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।