কৃষি কাজে সফল সাবেক ইউপি চেয়ারম্যান মানিকুজ্জামান মানিক

- আপডেট সময় : ০৭:৪১:৫৬ অপরাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫
- / ৪১ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ৭নং হরিরামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাগুরজোড়া গ্রামের বাসিন্দা মানিকুজ্জান মানিক তার কর্মদক্ষতা ও অধ্যবসায়ের মাধ্যমে কৃষি খাতে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন।
সাবেক ইউপি চেয়ারম্যান হয়েও তিনি কৃষিকাজকে জীবনের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে গ্রহণ করেছেন এবং সাফল্য অর্জন করে যাচ্ছেন। ছোটবেলা থেকেই কৃষির প্রতি আগ্রহী ছিলেন মানিকুজ্জান মানিক। চেয়ারম্যান থাকার সময়ও তিনি কৃষিকাজ চালিয়ে গেছেন এবং আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করার চেষ্টা করেছেন।
চেয়ারম্যানের দায়িত্ব শেষ হওয়ার পর পুরোপুরি কৃষির সঙ্গে যুক্ত হন এবং বিভিন্ন ধরনের ফসল উৎপাদনে মনোনিবেশ করেন। তিনি প্রায় ৫০ শতাংশ জমিতে গড়ে তুলেছেন এই কৃষি আবাদ, শুধু প্রচলিত কৃষি পদ্ধতিতেই থেমে থাকেননি, বরং আধুনিক কৃষি প্রযুক্তি, জৈব সার ও সেচ ব্যবস্থার উন্নয়ন করে উৎপাদন বাড়িয়েছেন। তার খামারে ধান, সবজি, ফলমূলসহ বিভিন্ন ফসল চাষ করা হয়।
প্রথমে কৃষিকাজে নানা বাধার সম্মুখীন হলেও নিজের অধ্যবসায় ও পরিশ্রমের ফলে তিনি সফলতা পান। তার উৎপাদিত কৃষিপণ্য স্থানীয় বাজার ছাড়িয়ে বিভিন্নস্থানে জনপ্রিয়তা পেয়েছে।
মানিকুজ্জান মানিক প্রমাণ করেছেন সঠিক পরিকল্পনা ও পরিশ্রম থাকলে কৃষি খাতেও উল্লেখযোগ্য সাফল্য অর্জন করা সম্ভব। তার সাফল্যের গল্প নতুন প্রজন্মের কৃষকদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।