ঢাকা ০১:১২ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জিয়াউর রহমান এক দূরদর্শী নেতা ও দেশ গঠনের রূপকার: মোহাম্মদ মাসুদ ভালুকায় ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার রোহিঙ্গা ইস্যুতে চলতি বছরই ৩টি আন্তর্জাতিক সম্মেলন: প্রধান উপদেষ্টা এদেশে সবার অধিকার সমান, ধর্ম-বর্ণের ভেদাভেদ থাকবে না: সেনাপ্রধান ইসলামী জোটে নির্বাচনে অংশ নেবে খেলাফত আন্দোলন জামায়াত ও এনসিপির মতো কিছু গোষ্ঠী চায় না দেশে নির্বাচন হোক: দুলু কারচুপি প্রতিহতের প্রস্তুতি নিতে হবে: ইসলামী আন্দোলনের মহাসচিব ত্রিশালে জমকালো আয়োজনে ক্রিকেট ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন ‘জুনিয়র টাইগার’ দুর্গাপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে আনন্দ র‌্যালি চাঁদাবাজদের বাংলাদেশে থাকতে দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় বাংলাদেশি ৩ তরুণ-তরুণীসহ পাচারকারী আটক

প্রলয় ডেস্ক
  • আপডেট সময় : ০৫:৩২:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০২৪
  • / ১০৬ বার পড়া হয়েছে

আহসান হাবিব, পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টার সময় বাংলাদেশি ৩ তরুণ-তরুণীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ সদস্যরা (বিজিবি)। একই সাথে স্থানীয় এক পাচারকারীকে আটক করা হয়েছে।

সোমবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার গিরাগাঁও বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার বন্দরপাড়া নামক স্থান থেকে তাদের আটক করে পঞ্চগড়-১৮ বিজিবি ব্যটালিয়নের টহল দল। বিষয়টি নিশ্চিত করেন পঞ্চগড় ১৮ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর রিয়াদ মোর্শেদ।

আটকরা হলেন- পঞ্চগড় সদর উপজেলার মাগুড়া লাখেরাডা হুমটি গ্রামের শ্রী জগেস বর্মনের ছেলে লিটন বর্মন (২০), একই উপজেলার মাগুড়াপাড়া গ্রামের সাগর বর্মনের মেয়ে ঈশিতা রানী (১৮), সাগর বর্মনের আরেক মেয়ে সীমা রানী (২০)। তাদের সাথে আটক হয়েছে আটোয়ারী উপজেলার পুরাতন আটোয়ারী গ্রামের কালুয়া চন্দ্র বর্মনের ছেলে পাচারকারী শ্রী দেবনাথ বর্মন (৩০)।

পঞ্চগড়-১৮ বিজিবি সূত্রে জানা গেছে, সোমবার দুপুর ১টার সময় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ আটোয়ারী উপজেলার গিরাগাঁও বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৪০৬/১১-এস থেকে ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বন্দরপাড়া নামক স্থান থেকে বিজিবি টহল দল কর্তৃক ১ জন পাচারকারীসহ ৩ জন বাংলাদেশি নাগরিকগণকে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় আটক করে। সকল প্রক্রিয়া শেষে বিকেলে তাদের আটোয়ারী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মুসা মিঞা বলেন, বিজিবি কর্তৃক ৪ জনকে থানায় আনা হয়। পরে বিজিবি ও পুলিশ যৌথ ভাবে পরিবারের সদস্যদের সাথে আলোচনা ও পর্যালোচনা শেষে ৩ তরুণ-তরুণীকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় ভারতে অবৈধ ভাবে অনুপ্রবেশ করানোর চেষ্টার কারণে বিজিবি বাদি হয় আটক শ্রী দেবনাথ বর্মনের নামে এজাহার দাখিল করলে মামলা নেয়া হয়।

এ বিষয়ে পঞ্চগড় ১৮ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর রিয়াদ মোর্শেদ বলেন, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ এবং সীমান্তে হত্যা বন্ধে বিজিবি কঠোর অবস্থান গ্রহণ করেছে। এছাড়াও অবৈধভাবে সীমান্ত অতিক্রম বন্ধের লক্ষ্যে বিভিন্ন জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় বাংলাদেশি ৩ তরুণ-তরুণীসহ পাচারকারী আটক

আপডেট সময় : ০৫:৩২:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০২৪

আহসান হাবিব, পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টার সময় বাংলাদেশি ৩ তরুণ-তরুণীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ সদস্যরা (বিজিবি)। একই সাথে স্থানীয় এক পাচারকারীকে আটক করা হয়েছে।

সোমবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার গিরাগাঁও বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার বন্দরপাড়া নামক স্থান থেকে তাদের আটক করে পঞ্চগড়-১৮ বিজিবি ব্যটালিয়নের টহল দল। বিষয়টি নিশ্চিত করেন পঞ্চগড় ১৮ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর রিয়াদ মোর্শেদ।

আটকরা হলেন- পঞ্চগড় সদর উপজেলার মাগুড়া লাখেরাডা হুমটি গ্রামের শ্রী জগেস বর্মনের ছেলে লিটন বর্মন (২০), একই উপজেলার মাগুড়াপাড়া গ্রামের সাগর বর্মনের মেয়ে ঈশিতা রানী (১৮), সাগর বর্মনের আরেক মেয়ে সীমা রানী (২০)। তাদের সাথে আটক হয়েছে আটোয়ারী উপজেলার পুরাতন আটোয়ারী গ্রামের কালুয়া চন্দ্র বর্মনের ছেলে পাচারকারী শ্রী দেবনাথ বর্মন (৩০)।

পঞ্চগড়-১৮ বিজিবি সূত্রে জানা গেছে, সোমবার দুপুর ১টার সময় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ আটোয়ারী উপজেলার গিরাগাঁও বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৪০৬/১১-এস থেকে ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বন্দরপাড়া নামক স্থান থেকে বিজিবি টহল দল কর্তৃক ১ জন পাচারকারীসহ ৩ জন বাংলাদেশি নাগরিকগণকে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় আটক করে। সকল প্রক্রিয়া শেষে বিকেলে তাদের আটোয়ারী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মুসা মিঞা বলেন, বিজিবি কর্তৃক ৪ জনকে থানায় আনা হয়। পরে বিজিবি ও পুলিশ যৌথ ভাবে পরিবারের সদস্যদের সাথে আলোচনা ও পর্যালোচনা শেষে ৩ তরুণ-তরুণীকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় ভারতে অবৈধ ভাবে অনুপ্রবেশ করানোর চেষ্টার কারণে বিজিবি বাদি হয় আটক শ্রী দেবনাথ বর্মনের নামে এজাহার দাখিল করলে মামলা নেয়া হয়।

এ বিষয়ে পঞ্চগড় ১৮ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর রিয়াদ মোর্শেদ বলেন, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ এবং সীমান্তে হত্যা বন্ধে বিজিবি কঠোর অবস্থান গ্রহণ করেছে। এছাড়াও অবৈধভাবে সীমান্ত অতিক্রম বন্ধের লক্ষ্যে বিভিন্ন জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে।