আসন্ন ঈদুল আজহা উপলক্ষে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু

- আপডেট সময় : ০৬:০১:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫
- / ১৩৭ বার পড়া হয়েছে
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রি শুক্রবার থেকে শুরু হয়েছে। বাস মালিকদের সংগঠন বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৯ মে এবং তার পরবর্তী তারিখের টিকিট শুক্রবার থেকে সংগ্রহ করা যাচ্ছে। টিকিট বিক্রি চলবে সকাল ৬টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।
এর আগে গত ১৪ মে বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শুভঙ্কর ঘোষ রাকেশ ঈদ উপলক্ষ্যে বাসের অগ্রিম টিকিট বিক্রির ঘোষণা দেন।
তিনি জানান, যাত্রীরা শুক্রবার থেকে অনলাইন এবং সরাসরি কাউন্টার— উভয় মাধ্যমেই টিকিট কিনতে পারবেন। তবে কিছু পরিবহন সংস্থা কেবল অনলাইনে টিকিট বিক্রি করবে।
অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে স্পষ্ট ঘোষণা দিয়ে শুভঙ্কর ঘোষ রাকেশ বলেন, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) নির্ধারিত ভাড়ার তালিকা অনুসরণ করা হবে এবং কোনো অতিরিক্ত ভাড়া নেওয়া হবে না। এ বিষয়ে সব পরিবহন মালিককে নির্দেশনা দেওয়া হয়েছে।