ঢাকা ০৬:০৪ পূর্বাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জিয়াউর রহমান এক দূরদর্শী নেতা ও দেশ গঠনের রূপকার: মোহাম্মদ মাসুদ ভালুকায় ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার রোহিঙ্গা ইস্যুতে চলতি বছরই ৩টি আন্তর্জাতিক সম্মেলন: প্রধান উপদেষ্টা এদেশে সবার অধিকার সমান, ধর্ম-বর্ণের ভেদাভেদ থাকবে না: সেনাপ্রধান ইসলামী জোটে নির্বাচনে অংশ নেবে খেলাফত আন্দোলন জামায়াত ও এনসিপির মতো কিছু গোষ্ঠী চায় না দেশে নির্বাচন হোক: দুলু কারচুপি প্রতিহতের প্রস্তুতি নিতে হবে: ইসলামী আন্দোলনের মহাসচিব ত্রিশালে জমকালো আয়োজনে ক্রিকেট ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন ‘জুনিয়র টাইগার’ দুর্গাপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে আনন্দ র‌্যালি চাঁদাবাজদের বাংলাদেশে থাকতে দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার প্রচার সম্পাদক হলেন ময়মনসিংহের নোমান

প্রলয় ডেস্ক
  • আপডেট সময় : ০৬:০৪:০৯ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫
  • / ২৯০ বার পড়া হয়েছে

নিজস্ব সংবাদদাতা

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা (Human Aid & Trust International) এর নবগঠিত কেন্দ্রীয় কমিটিতে প্রচার সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ময়মনসিংহের মুক্তাগাছা কৃতি সন্তান এম.জে.এইচ নোমান।

বুধবার (১৪ মে) ঢাকার পুরানা পল্টনে তাদের নিজস্ব কার্যালয়ে ২০৫ সদস্য বিশিষ্ট হিউম্যান এইড এন্ড ট্রাস্ট ইন্টারন্যাশনাল এর নবগঠিত কমিটি-২০২৫ অনুমোন দেয়া হয়। হিউম্যান এইড এন্ড ট্রাস্ট ইন্টারন্যাশনাল মহাসচিব নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট মোঃ আবজাল হোসেন মৃধা। এম.জে.এইচ নোমান ঢাকার কবি নজরুল সরকারি কলেজ থেকে প্রাণিবিদ্যা বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স শেষ করেন।

নোমান ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার দাওগাঁও ইউনিয়নের পোড়াবাড়ী গ্রামের একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারের জন্মগ্রহণ করেছেন। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মানবাধিকার সুরক্ষা ও সামাজিক উন্নয়নের লক্ষ্য নিয়ে কাজ করা এই আন্তর্জাতিক সংস্থাটি তাদের কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে নতুন কমিটি গঠন করেছে। অভিজ্ঞ ও তরুণ নেতৃত্বকে প্রাধান্য দিয়ে গঠিত এই কমিটি সংস্থার লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।

নতুন কমিটির প্রচার সম্পাদক নির্বাচিত হওয়া প্রসঙ্গে নোমান বলেন, “হিউম্যান এইড এন্ড ট্রাস্ট ইন্টারন্যাশনাল এর মতো একটি স্বনামধন্য আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার সাথে যুক্ত হতে পেরে আমি আনন্দিত এবং গর্বিত। নতুন কমিটিতে আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, তা আমি নিষ্ঠা ও সততার সাথে পালন করার চেষ্টা করবো। মানবাধিকার রক্ষা এবং সমাজের পিছিয়ে পড়া মানুষের উন্নয়নে আমরা কাজ করে যাব।

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, হিউম্যান এইড এন্ড ট্রাস্ট ইন্টারন্যাশনাল-এর কেন্দ্রীয় কমিটিতে আমাকে নির্বাচিত করায় ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই কমিটির সম্মানিত মহাসচিব জনাব অ্যাডভোকেট আফজাল হোসেন মৃধা ভাইকে। সকলের সম্মিলিত প্রচেষ্টা, নিষ্ঠা ও মানবসেবার অঙ্গীকারে এই সংগঠন নতুন উচ্চতায় পৌঁছাবে—ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আন্তরিকতা, ঐক্য ও নিরলস পরিশ্রমের মাধ্যমে মানবকল্যাণে কাজ করার তাওফিক দিন।

“সংস্থার পক্ষ থেকে নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানানো হয়েছে এবং আশা প্রকাশ করা হয়েছে যে এই কমিটির নেতৃত্বে হিউম্যান এইড এন্ড ট্রাস্ট ইন্টারন্যাশনাল তার লক্ষ্য পূরণে আরও সফল হবে। নতুন কমিটির মাধ্যমে সংস্থার সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী হবে এবং দেশ ও বিদেশে মানবাধিকার প্রতিষ্ঠায় আরও কার্যকর ভূমিকা পালন করতে পারবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। উল্লেখ্য, হিউম্যান এইড এন্ড ট্রাস্ট ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে বিভিন্ন সামাজিক ও মানবাধিকার বিষয়ক কার্যক্রমে সক্রিয় রয়েছে। নতুন কমিটির হাত ধরে এই কার্যক্রম আরও বেগবান হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

 

প্রলয়/মোমিন তালুকদার

নিউজটি শেয়ার করুন

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার প্রচার সম্পাদক হলেন ময়মনসিংহের নোমান

আপডেট সময় : ০৬:০৪:০৯ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫

নিজস্ব সংবাদদাতা

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা (Human Aid & Trust International) এর নবগঠিত কেন্দ্রীয় কমিটিতে প্রচার সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ময়মনসিংহের মুক্তাগাছা কৃতি সন্তান এম.জে.এইচ নোমান।

বুধবার (১৪ মে) ঢাকার পুরানা পল্টনে তাদের নিজস্ব কার্যালয়ে ২০৫ সদস্য বিশিষ্ট হিউম্যান এইড এন্ড ট্রাস্ট ইন্টারন্যাশনাল এর নবগঠিত কমিটি-২০২৫ অনুমোন দেয়া হয়। হিউম্যান এইড এন্ড ট্রাস্ট ইন্টারন্যাশনাল মহাসচিব নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট মোঃ আবজাল হোসেন মৃধা। এম.জে.এইচ নোমান ঢাকার কবি নজরুল সরকারি কলেজ থেকে প্রাণিবিদ্যা বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স শেষ করেন।

নোমান ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার দাওগাঁও ইউনিয়নের পোড়াবাড়ী গ্রামের একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারের জন্মগ্রহণ করেছেন। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মানবাধিকার সুরক্ষা ও সামাজিক উন্নয়নের লক্ষ্য নিয়ে কাজ করা এই আন্তর্জাতিক সংস্থাটি তাদের কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে নতুন কমিটি গঠন করেছে। অভিজ্ঞ ও তরুণ নেতৃত্বকে প্রাধান্য দিয়ে গঠিত এই কমিটি সংস্থার লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।

নতুন কমিটির প্রচার সম্পাদক নির্বাচিত হওয়া প্রসঙ্গে নোমান বলেন, “হিউম্যান এইড এন্ড ট্রাস্ট ইন্টারন্যাশনাল এর মতো একটি স্বনামধন্য আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার সাথে যুক্ত হতে পেরে আমি আনন্দিত এবং গর্বিত। নতুন কমিটিতে আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, তা আমি নিষ্ঠা ও সততার সাথে পালন করার চেষ্টা করবো। মানবাধিকার রক্ষা এবং সমাজের পিছিয়ে পড়া মানুষের উন্নয়নে আমরা কাজ করে যাব।

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, হিউম্যান এইড এন্ড ট্রাস্ট ইন্টারন্যাশনাল-এর কেন্দ্রীয় কমিটিতে আমাকে নির্বাচিত করায় ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই কমিটির সম্মানিত মহাসচিব জনাব অ্যাডভোকেট আফজাল হোসেন মৃধা ভাইকে। সকলের সম্মিলিত প্রচেষ্টা, নিষ্ঠা ও মানবসেবার অঙ্গীকারে এই সংগঠন নতুন উচ্চতায় পৌঁছাবে—ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আন্তরিকতা, ঐক্য ও নিরলস পরিশ্রমের মাধ্যমে মানবকল্যাণে কাজ করার তাওফিক দিন।

“সংস্থার পক্ষ থেকে নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানানো হয়েছে এবং আশা প্রকাশ করা হয়েছে যে এই কমিটির নেতৃত্বে হিউম্যান এইড এন্ড ট্রাস্ট ইন্টারন্যাশনাল তার লক্ষ্য পূরণে আরও সফল হবে। নতুন কমিটির মাধ্যমে সংস্থার সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী হবে এবং দেশ ও বিদেশে মানবাধিকার প্রতিষ্ঠায় আরও কার্যকর ভূমিকা পালন করতে পারবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। উল্লেখ্য, হিউম্যান এইড এন্ড ট্রাস্ট ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে বিভিন্ন সামাজিক ও মানবাধিকার বিষয়ক কার্যক্রমে সক্রিয় রয়েছে। নতুন কমিটির হাত ধরে এই কার্যক্রম আরও বেগবান হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

 

প্রলয়/মোমিন তালুকদার