ঢাকা ০৬:০৪ পূর্বাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জিয়াউর রহমান এক দূরদর্শী নেতা ও দেশ গঠনের রূপকার: মোহাম্মদ মাসুদ ভালুকায় ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার রোহিঙ্গা ইস্যুতে চলতি বছরই ৩টি আন্তর্জাতিক সম্মেলন: প্রধান উপদেষ্টা এদেশে সবার অধিকার সমান, ধর্ম-বর্ণের ভেদাভেদ থাকবে না: সেনাপ্রধান ইসলামী জোটে নির্বাচনে অংশ নেবে খেলাফত আন্দোলন জামায়াত ও এনসিপির মতো কিছু গোষ্ঠী চায় না দেশে নির্বাচন হোক: দুলু কারচুপি প্রতিহতের প্রস্তুতি নিতে হবে: ইসলামী আন্দোলনের মহাসচিব ত্রিশালে জমকালো আয়োজনে ক্রিকেট ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন ‘জুনিয়র টাইগার’ দুর্গাপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে আনন্দ র‌্যালি চাঁদাবাজদের বাংলাদেশে থাকতে দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
ঘুষের টাকা না দেওয়ায় বিলম্বিত হচ্ছে ক্ষতিপূরণ বিল

গফরগাঁও এ ভূমি অধিগ্রহণ শাখার প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ

প্রলয় ডেস্ক
  • আপডেট সময় : ০৫:৫০:৪২ অপরাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫
  • / ৩৮৫ বার পড়া হয়েছে

ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় ভূমি অধিগ্রহণ শাখার প্রশাসনিক কর্মকর্তা আ.ন.ম উবাইদুল্লাহর বিরুদ্ধে জমি মালিকদের কাছ থেকে অবৈধ অর্থ আদায় ও ক্ষতিপূরণ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, তিনি বিভিন্ন ব্যক্তিকে দিয়ে মিথ্যা আপত্তি দাখিল করিয়ে জমি মালিকদের কাছ থেকে টাকা আদায় করেন।

জমি মালিক আসাদুজ্জামান খান রিপন ও সোলায়মান খানের পক্ষ থেকে অভিযোগ করা হয়, মৌজা-ছোট বারআটি ও সাধুয়ায় তাদের জমি, অবকাঠামো, গাছপালা ও মৎস্য পুকুর ক্ষতিপূরণ বিল প্রস্তুতের পর উবাইদুল্লাহর নির্দেশে বিভিন্ন ব্যক্তি মিথ্যা আপত্তি দাখিল করে। এ সময় উবাইদুল্লাহ জমি মালিকদের কাছ থেকে ১০ হাজার টাকা ও আপত্তিকারীদের কাছ থেকে ১৫ হাজার টাকা আদায়ের চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে।

জমি মালিকরা জানান, সার্ভেয়ার ২০ মার্চ বিল প্রস্তুত করে ভূমি অধিগ্রহণ কর্মকর্তার কাছে পাঠালেও ২৫ মার্চ আপত্তি দেওয়া হয়। যদিও ভূমি অধিগ্রহণের ৪, ৭ ও ৮ ধারায় কোনো বৈধ আপত্তি নেই। টাকা দেওয়ার পরও উবাইদুল্লাহ আপত্তির কাগজপত্র দেখাতে পারেননি এবং ক্ষতিপূরণ বিল অনুমোদনে টালবাহানা করছেন।

অভিযোগকারীরা জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করে বলেন, “উবাইদুল্লাহর দুর্নীতি ও অনিয়মের কারণে আমাদের ন্যায্য ক্ষতিপূরণ আটকে আছে। আমরা জেলা প্রশাসক বা তার প্রতিনিধির মাধ্যমে তদন্ত চাইছি, যাতে আমাদের বিল দ্রুত অনুমোদন হয় এবং দুর্নীতিবাজ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।”

জেলা প্রশাসক কার্যালয় সূত্রে জানা গেছে, অভিযোগটি প্রাথমিকভাবে যাচাই করা হচ্ছে। ভূমি অধিগ্রহণ শাখার কোনো কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করতে রাজি হননি, তবে তারা অভিযোগ তদন্তের কথা জানিয়েছেন।

এবিষয়ে জানতে গফরগাঁও উপজেলা ভূমি অধিগ্রহণ শাখার প্রশাসনিক কর্মকর্তা আ.ন.ম উবাইদুল্লাহর মুঠোফোনে কল করা হলেও ফোন রিসিভ না করায় বক্তব্য পাওয়া যায়নি।

এই ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তারা দ্রুত স্বচ্ছ তদন্ত ও ক্ষতিপূরণ নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

ঘুষের টাকা না দেওয়ায় বিলম্বিত হচ্ছে ক্ষতিপূরণ বিল

গফরগাঁও এ ভূমি অধিগ্রহণ শাখার প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ

আপডেট সময় : ০৫:৫০:৪২ অপরাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫

ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় ভূমি অধিগ্রহণ শাখার প্রশাসনিক কর্মকর্তা আ.ন.ম উবাইদুল্লাহর বিরুদ্ধে জমি মালিকদের কাছ থেকে অবৈধ অর্থ আদায় ও ক্ষতিপূরণ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, তিনি বিভিন্ন ব্যক্তিকে দিয়ে মিথ্যা আপত্তি দাখিল করিয়ে জমি মালিকদের কাছ থেকে টাকা আদায় করেন।

জমি মালিক আসাদুজ্জামান খান রিপন ও সোলায়মান খানের পক্ষ থেকে অভিযোগ করা হয়, মৌজা-ছোট বারআটি ও সাধুয়ায় তাদের জমি, অবকাঠামো, গাছপালা ও মৎস্য পুকুর ক্ষতিপূরণ বিল প্রস্তুতের পর উবাইদুল্লাহর নির্দেশে বিভিন্ন ব্যক্তি মিথ্যা আপত্তি দাখিল করে। এ সময় উবাইদুল্লাহ জমি মালিকদের কাছ থেকে ১০ হাজার টাকা ও আপত্তিকারীদের কাছ থেকে ১৫ হাজার টাকা আদায়ের চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে।

জমি মালিকরা জানান, সার্ভেয়ার ২০ মার্চ বিল প্রস্তুত করে ভূমি অধিগ্রহণ কর্মকর্তার কাছে পাঠালেও ২৫ মার্চ আপত্তি দেওয়া হয়। যদিও ভূমি অধিগ্রহণের ৪, ৭ ও ৮ ধারায় কোনো বৈধ আপত্তি নেই। টাকা দেওয়ার পরও উবাইদুল্লাহ আপত্তির কাগজপত্র দেখাতে পারেননি এবং ক্ষতিপূরণ বিল অনুমোদনে টালবাহানা করছেন।

অভিযোগকারীরা জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করে বলেন, “উবাইদুল্লাহর দুর্নীতি ও অনিয়মের কারণে আমাদের ন্যায্য ক্ষতিপূরণ আটকে আছে। আমরা জেলা প্রশাসক বা তার প্রতিনিধির মাধ্যমে তদন্ত চাইছি, যাতে আমাদের বিল দ্রুত অনুমোদন হয় এবং দুর্নীতিবাজ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।”

জেলা প্রশাসক কার্যালয় সূত্রে জানা গেছে, অভিযোগটি প্রাথমিকভাবে যাচাই করা হচ্ছে। ভূমি অধিগ্রহণ শাখার কোনো কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করতে রাজি হননি, তবে তারা অভিযোগ তদন্তের কথা জানিয়েছেন।

এবিষয়ে জানতে গফরগাঁও উপজেলা ভূমি অধিগ্রহণ শাখার প্রশাসনিক কর্মকর্তা আ.ন.ম উবাইদুল্লাহর মুঠোফোনে কল করা হলেও ফোন রিসিভ না করায় বক্তব্য পাওয়া যায়নি।

এই ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তারা দ্রুত স্বচ্ছ তদন্ত ও ক্ষতিপূরণ নিশ্চিত করার দাবি জানিয়েছেন।