ঢাকা ০৫:০৪ পূর্বাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জিয়াউর রহমান এক দূরদর্শী নেতা ও দেশ গঠনের রূপকার: মোহাম্মদ মাসুদ ভালুকায় ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার রোহিঙ্গা ইস্যুতে চলতি বছরই ৩টি আন্তর্জাতিক সম্মেলন: প্রধান উপদেষ্টা এদেশে সবার অধিকার সমান, ধর্ম-বর্ণের ভেদাভেদ থাকবে না: সেনাপ্রধান ইসলামী জোটে নির্বাচনে অংশ নেবে খেলাফত আন্দোলন জামায়াত ও এনসিপির মতো কিছু গোষ্ঠী চায় না দেশে নির্বাচন হোক: দুলু কারচুপি প্রতিহতের প্রস্তুতি নিতে হবে: ইসলামী আন্দোলনের মহাসচিব ত্রিশালে জমকালো আয়োজনে ক্রিকেট ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন ‘জুনিয়র টাইগার’ দুর্গাপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে আনন্দ র‌্যালি চাঁদাবাজদের বাংলাদেশে থাকতে দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

বৌ নাকি মা, কাকে বেশি ভয় পান অভিষেক?

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় : ১১:৪৪:২২ পূর্বাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫
  • / ২৪ বার পড়া হয়েছে

বচ্চনবাড়ি নিয়ে মানুষের আগ্রহের শেষ নেই। গত বছরই হঠাৎ ছড়িয়ে পড়ে অভিষেক ও ঐশ্বরিয়া রাই বচ্চনের বিবাহবিচ্ছেদের খবর। তবে সেই খবর যে স্রেফ গুজব, তা দম্পতিই প্রমাণ করে দিয়েছেন। আবার কখনো শোনা গেল, শাশুড়ি ও ননদের সঙ্গে নাকি একেবারেই বনিবনা নেই ঐশ্বরিয়ার। তাই নাকি সংসারে গোলযোগ লেগেই থাকে।

আবার অনেকের দাবি, অভিষেকের জন্যই নাকি ঐশ্বরিয়া বেশি করে কাজ করতে পারেন না। কিন্তু বাস্তবে নাকি ঐশ্বরিকেই ভয় পান অভিষেক। এমন দাবি শ্বেতা বচ্চনের।

কর্ণ জোহরের অনুষ্ঠান ‘কফি উইথ কর্ণ’-তে গিয়েছিলেন অভিষেক ও শ্বেতা। অভিষেককে সেই দিন কর্ণ প্রশ্ন করেছিলেন, তুমি কাকে বেশি ভয় পাও? বৌকে নাকি মাকে? অভিষেক উত্তর দেওয়ার আগেই শ্বেতা বলেন, ‘বৌকে বেশি ভয় পায়’।

শ্বেতার উত্তর দিয়ে দেওয়ায় অভিষেক বলেন, ‘আরে, এই প্রশ্ন তো আমাকে করা হয়েছে। তুমি চুপ করো’। মজার ছলেই বোনকে চুপ করিয়েছিলেন অভিষেক। সেই ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল। নেটিজেনদের দাবি, শ্বেতার উত্তরই প্রমাণ করে দেয়, ননদ-বৌদির সম্পর্ক মোটেই মধুর নয়।

উল্লেখ্য, কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় হেঁটেছেন ঐশ্বরিয়া। সাদা শাড়ির সঙ্গে সিঁথিতে লাল সিঁদুর পরে দেখা গেছে তাঁকে। অনুরাগীদের দাবি, নিন্দকদের মুখে ছাই দিয়ে ঐশ্বরিয়া বুঝিয়ে দিয়েছেন তাদের সম্পর্ক অটুট। তাই এক মাথা সিঁদুর পরেছেন তিনি। তবে কানে যখন ঐশ্বরিয়া হাঁটছেন, তখন মুম্বাই শহরে ডায়না পেন্টির সঙ্গে নৈশভোজে গিয়েছিলেন অভিষেক। সঙ্গে অবশ্য জয়া বচ্চনও ছিলেন। কিন্তু হঠাৎ ডায়নাকে নিয়ে মা জয়ার সঙ্গে নৈশভোজে কেন গেলেন অভিষেক? এ ব্যাপারে নেটপাড়ার উৎসাহের অন্ত নেই।

 

 

প্রলয়/তাসনিম তুবা

নিউজটি শেয়ার করুন

বৌ নাকি মা, কাকে বেশি ভয় পান অভিষেক?

আপডেট সময় : ১১:৪৪:২২ পূর্বাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫

বচ্চনবাড়ি নিয়ে মানুষের আগ্রহের শেষ নেই। গত বছরই হঠাৎ ছড়িয়ে পড়ে অভিষেক ও ঐশ্বরিয়া রাই বচ্চনের বিবাহবিচ্ছেদের খবর। তবে সেই খবর যে স্রেফ গুজব, তা দম্পতিই প্রমাণ করে দিয়েছেন। আবার কখনো শোনা গেল, শাশুড়ি ও ননদের সঙ্গে নাকি একেবারেই বনিবনা নেই ঐশ্বরিয়ার। তাই নাকি সংসারে গোলযোগ লেগেই থাকে।

আবার অনেকের দাবি, অভিষেকের জন্যই নাকি ঐশ্বরিয়া বেশি করে কাজ করতে পারেন না। কিন্তু বাস্তবে নাকি ঐশ্বরিকেই ভয় পান অভিষেক। এমন দাবি শ্বেতা বচ্চনের।

কর্ণ জোহরের অনুষ্ঠান ‘কফি উইথ কর্ণ’-তে গিয়েছিলেন অভিষেক ও শ্বেতা। অভিষেককে সেই দিন কর্ণ প্রশ্ন করেছিলেন, তুমি কাকে বেশি ভয় পাও? বৌকে নাকি মাকে? অভিষেক উত্তর দেওয়ার আগেই শ্বেতা বলেন, ‘বৌকে বেশি ভয় পায়’।

শ্বেতার উত্তর দিয়ে দেওয়ায় অভিষেক বলেন, ‘আরে, এই প্রশ্ন তো আমাকে করা হয়েছে। তুমি চুপ করো’। মজার ছলেই বোনকে চুপ করিয়েছিলেন অভিষেক। সেই ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল। নেটিজেনদের দাবি, শ্বেতার উত্তরই প্রমাণ করে দেয়, ননদ-বৌদির সম্পর্ক মোটেই মধুর নয়।

উল্লেখ্য, কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় হেঁটেছেন ঐশ্বরিয়া। সাদা শাড়ির সঙ্গে সিঁথিতে লাল সিঁদুর পরে দেখা গেছে তাঁকে। অনুরাগীদের দাবি, নিন্দকদের মুখে ছাই দিয়ে ঐশ্বরিয়া বুঝিয়ে দিয়েছেন তাদের সম্পর্ক অটুট। তাই এক মাথা সিঁদুর পরেছেন তিনি। তবে কানে যখন ঐশ্বরিয়া হাঁটছেন, তখন মুম্বাই শহরে ডায়না পেন্টির সঙ্গে নৈশভোজে গিয়েছিলেন অভিষেক। সঙ্গে অবশ্য জয়া বচ্চনও ছিলেন। কিন্তু হঠাৎ ডায়নাকে নিয়ে মা জয়ার সঙ্গে নৈশভোজে কেন গেলেন অভিষেক? এ ব্যাপারে নেটপাড়ার উৎসাহের অন্ত নেই।

 

 

প্রলয়/তাসনিম তুবা