ঢাকা ০১:১৫ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জিয়াউর রহমান এক দূরদর্শী নেতা ও দেশ গঠনের রূপকার: মোহাম্মদ মাসুদ ভালুকায় ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার রোহিঙ্গা ইস্যুতে চলতি বছরই ৩টি আন্তর্জাতিক সম্মেলন: প্রধান উপদেষ্টা এদেশে সবার অধিকার সমান, ধর্ম-বর্ণের ভেদাভেদ থাকবে না: সেনাপ্রধান ইসলামী জোটে নির্বাচনে অংশ নেবে খেলাফত আন্দোলন জামায়াত ও এনসিপির মতো কিছু গোষ্ঠী চায় না দেশে নির্বাচন হোক: দুলু কারচুপি প্রতিহতের প্রস্তুতি নিতে হবে: ইসলামী আন্দোলনের মহাসচিব ত্রিশালে জমকালো আয়োজনে ক্রিকেট ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন ‘জুনিয়র টাইগার’ দুর্গাপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে আনন্দ র‌্যালি চাঁদাবাজদের বাংলাদেশে থাকতে দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

পোল্যান্ডের নতুন প্রেসিডেন্ট কারোল নাওরোকি

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০২:৩৯:০২ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫
  • / ৪০ বার পড়া হয়েছে

পোল্যান্ডের নতুন প্রেসিডেন্ট হলেন ডানপন্থি ইতিহাসবিদ কারোল নাওরোকি।দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে তাকে বিজয়ী ঘোষণা করেছে পোল্যান্ডের নির্বাচন কমিশন (পিকেডব্লিউ)। খবর সামাটিভির।

সব ভোট গণনা শেষে পিকেডব্লিউ জানায়, দ্বিতীয় রাউন্ডে নাওরোকি মোট ভোটের ৫০ দশমিক ৯ শতাংশ ভোট পেয়েছেন; তার প্রতিদ্বন্দ্বী ওয়ারশ’র উদারপন্থি মেয়র রাফাল ত্রাস্কোভস্কি পেয়েছেন ৪৯ দশমিক ১ শতাংশ। বিবিসি জানায়, রোববার স্থানীয় সময় রাত ৯টায় ভোটগ্রহণ শেষে প্রথম বুথফেরত জরিপে দুই প্রার্থীর মধ্যে হড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিলেছিল।

ওই জরিপে ত্রাস্তোভস্কি ৫০ দশমিক ৩ শতাংশ ও নাওরোকি ৪৯ দশমিক ৭ শতাংশ ভোট পাচ্ছেন বলে ধারণা পাওয়া যায়। সেই ফল দেখেই ত্রাস্কোভস্কি নির্বাচনে নিজেকে বিজয়ী ঘোষণা করে ফেলেছিলেন; অন্যদিকে নাওরোকি বলেছিলেন, এখনি আশা ছাড়া যাবে না।

নতুন প্রেসিডেন্ট হিসেবে নাওরোকি  প্রধানমন্ত্রী ডনাল্ড টাস্কের ইউরোপীয় ইউনিয়নপন্থি কর্মসূচি আটকাতে আগের প্রেসিডেন্টের মতোই ভেটো ক্ষমতার ব্যবহার চালিয়ে যাবেন বলে অনুমান করা হচ্ছে।

প্রেসিডেন্ট নির্বাচনের এই ফল নাওরোকির সমর্থক, রক্ষণশীল বিরোধীদল ল অ্যান্ড জাস্টিসকেও (পিআইএস) নতুন উদ্দীপনা যোগাবে। দেড় বছর আগে ক্ষমতা হারানো দলটির নেতাকর্মীরা ২০২৭ সালের পার্লামেন্টে নির্বাচনে টাস্কের জোটকে হারানোর স্বপ্ন এখন থেকেই দেখা শুরু করতে পারে।

ক্যাথলিক ও পারিবারিক মূল্যবোধের ঘোরতর সমর্থক নাওরোকি ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নীতি ও কৌশলের চেয়েও পোল্যান্ডের সার্বভৌমত্বকে বেশি অগ্রাধিকার দিতে চান।

 

 

প্রলয়/তাসনিম তুবা 

নিউজটি শেয়ার করুন

পোল্যান্ডের নতুন প্রেসিডেন্ট কারোল নাওরোকি

আপডেট সময় : ০২:৩৯:০২ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫

পোল্যান্ডের নতুন প্রেসিডেন্ট হলেন ডানপন্থি ইতিহাসবিদ কারোল নাওরোকি।দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে তাকে বিজয়ী ঘোষণা করেছে পোল্যান্ডের নির্বাচন কমিশন (পিকেডব্লিউ)। খবর সামাটিভির।

সব ভোট গণনা শেষে পিকেডব্লিউ জানায়, দ্বিতীয় রাউন্ডে নাওরোকি মোট ভোটের ৫০ দশমিক ৯ শতাংশ ভোট পেয়েছেন; তার প্রতিদ্বন্দ্বী ওয়ারশ’র উদারপন্থি মেয়র রাফাল ত্রাস্কোভস্কি পেয়েছেন ৪৯ দশমিক ১ শতাংশ। বিবিসি জানায়, রোববার স্থানীয় সময় রাত ৯টায় ভোটগ্রহণ শেষে প্রথম বুথফেরত জরিপে দুই প্রার্থীর মধ্যে হড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিলেছিল।

ওই জরিপে ত্রাস্তোভস্কি ৫০ দশমিক ৩ শতাংশ ও নাওরোকি ৪৯ দশমিক ৭ শতাংশ ভোট পাচ্ছেন বলে ধারণা পাওয়া যায়। সেই ফল দেখেই ত্রাস্কোভস্কি নির্বাচনে নিজেকে বিজয়ী ঘোষণা করে ফেলেছিলেন; অন্যদিকে নাওরোকি বলেছিলেন, এখনি আশা ছাড়া যাবে না।

নতুন প্রেসিডেন্ট হিসেবে নাওরোকি  প্রধানমন্ত্রী ডনাল্ড টাস্কের ইউরোপীয় ইউনিয়নপন্থি কর্মসূচি আটকাতে আগের প্রেসিডেন্টের মতোই ভেটো ক্ষমতার ব্যবহার চালিয়ে যাবেন বলে অনুমান করা হচ্ছে।

প্রেসিডেন্ট নির্বাচনের এই ফল নাওরোকির সমর্থক, রক্ষণশীল বিরোধীদল ল অ্যান্ড জাস্টিসকেও (পিআইএস) নতুন উদ্দীপনা যোগাবে। দেড় বছর আগে ক্ষমতা হারানো দলটির নেতাকর্মীরা ২০২৭ সালের পার্লামেন্টে নির্বাচনে টাস্কের জোটকে হারানোর স্বপ্ন এখন থেকেই দেখা শুরু করতে পারে।

ক্যাথলিক ও পারিবারিক মূল্যবোধের ঘোরতর সমর্থক নাওরোকি ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নীতি ও কৌশলের চেয়েও পোল্যান্ডের সার্বভৌমত্বকে বেশি অগ্রাধিকার দিতে চান।

 

 

প্রলয়/তাসনিম তুবা