কেরানীগঞ্জে আন্দোলনে আহত সুজনকে নির্বাহী কর্মকর্তার চিকিৎসা সহায়তা

- আপডেট সময় : ০২:২২:৩০ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫
- / ৯৫ বার পড়া হয়েছে
বনিআমিন, কেরানীগঞ্জ
২০২৪ সালের জুলাই-আগস্টের চলমান আন্দোলনের সময় ৫ আগস্ট গুরুতর আহত হন কেরানীগঞ্জের যুবক সুজন মিয়া। আন্দোলনের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধে অংশ নিতে গিয়ে তিনি আহত হন বলে জানা গেছে।
আহতের চিকিৎসা পরবর্তী সময়ের ওষুধপত্র ও অন্যান্য প্রয়োজন মেটাতে কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রিনাত ফৌজিয়া ব্যক্তিগত উদ্যোগে এগিয়ে আসেন। তিনি উপজেলা সমাজসেবা কার্যালয়ের চিকিৎসা সহায়তা তহবিল থেকে সুজন মিয়াকে ১০ হাজার টাকার একটি চেক হস্তান্তর করেন।
ইউএনও রিনাত ফৌজিয়া বলেন,অসহায় ও আহত ব্যক্তিদের পাশে দাঁড়ানো প্রশাসনের একটি দায়িত্ব। সুজন মিয়া যাতে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারেন, এটাই আমাদের প্রত্যাশা।
সুজন মিয়া চিকিৎসা সহায়তা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং উপজেলা প্রশাসনের প্রতি ধন্যবাদ জানান।
এসময় জুলাই যুদ্ধে আহত সায়মন চৌধুরী উপস্থিত ছিলেন।