ময়মনসিংহে কলেজছাত্রকে নির্যাতন,টাকা ও মোবাইল ছিনতাইয়ের অভিযোগ (পর্ব-১)

- আপডেট সময় : ০৯:৪৮:৪৬ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫
- / ৬৭৪ বার পড়া হয়েছে
ময়মনসিংহ শহরের সানকিপাড়া নয়নমনি মার্কেট এলাকায় একটি ভাড়া বাসায় বসবাসরত কলেজছাত্র মো. তুষার আহম্মেদ (২০)কে আটকে রেখে শারীরিকভাবে নির্যাতনের অভিযোগ উঠেছে বাড়ির মালিক ও তার সহযোগীদের বিরুদ্ধে। একই ঘটনায় ভুক্তভোগীর কাছ থেকে নগদ ৩৫ হাজার টাকা ও একটি স্মার্টফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগও করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার জারিয়া ঝাজ্জাইল এলাকার বাসিন্দা ও বর্তমানে ময়মনসিংহের সানকিপাড়া এলাকায় বসবাসরত কলেজছাত্র তুষার আহম্মেদ অভিযোগ করেন— গত ২৪ জুন সকাল ৮টার দিকে বাড়ির মালিক মো. রেজাউল করিম ও তার স্ত্রী মোছা. ফাতেমার নির্দেশে ৫-৭ জন অজ্ঞাতনামা ব্যক্তি তার ভাড়া বাসায় প্রবেশ করে। তারা তুষারকে গালাগাল করে, ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেয়। প্রতিবাদ করলে তাকে আটকে রেখে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ করেন তিনি।
তুষার অভিযোগ করেন, হামলাকারীরা তার শরীরের বিভিন্ন স্থানে লোহার রড ও ব্লেড দিয়ে আঘাত করে গুরুতর জখম করে। পরে তার পিতা ও মাতা ঘটনাস্থলে এলে তাদেরও আটক করে হুমকি দেওয়া হয়। এ সময় ঘর থেকে কলেজ ফি ও বাসা ভাড়ার জন্য রাখা ৩৫ হাজার টাকা এবং একটি স্মার্টফোন ছিনিয়ে নেওয়া হয়।
ঘটনার সময় স্থানীয় লোকজন তুষারের চিৎকার শুনে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করলে কোতোয়ালী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তুষার ও তার মাকে উদ্ধার করে।
এ বিষয়ে ভুক্তভোগী তুষার আহম্মেদ কোতোয়ালী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, অভিযুক্তরা ভবিষ্যতে তার ও তার পরিবারের সদস্যদের ক্ষতির হুমকি দিয়েছেন।
এ বিষয়ে কোতোয়ালী মডেল থানার অফিসার ওসি শিবিরুল ইসলাম বলেন, “লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”