কুুয়েতে চাঁদাবাজি করতে গিয়ে পুলিশের হাতে বাংলাদেশী আটক

- আপডেট সময় : ০৩:২৬:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫
- / ২২৩ বার পড়া হয়েছে
বিলাল উদ্দিন, কুয়েত
মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশ কুয়েত। প্রায় ৩ লাখ প্রবাসী বাংলাদেশীর বসবাস। সবচেয়ে বেশি বাংলাদেশীর বসবাস করেন কুয়েতের জিলিব আল শুযেখ ( হাসাবিয়া)এলাকায় যা বাংলাদেশী এলাকা হিসাবে পরিচিত। কিন্তু দীর্ঘ দিন যাবত এই এলাকায় চাঁদাবাজি, আধিপত্য বিস্তার, মদ জুয়া,দেহব্যবসা, অপহরণসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত আছে বাংলাদেশী। এরা বেশি কয়েকটি গ্রুপে বিভক্ত একেক গ্রপ এক একটি এলাকায় চাঁদাবাজি করে । অনেক সময় এলাকার আধিপত্য বিস্তার নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে ।
কুয়েতের জিলিব আল-শুয়েখ ভাসমান সবজি দোকানে চাঁদাবাজি করতে গিয়ে বাংলাদেশি গ্রেফতা র। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছেন, এখানে একটি গ্যাং এসব কাজ করছে। যারা চাঁদা না পেলে দোকাদেরকে বিভিন্নভাবে ব্ল্যাকমেইল করত।
একজনকে হাতেনাতে প্রমাণসহ গ্রেফতার করা হয়েছে। বাকিদেরকে আটক করতে প্রশাসন জোর তৎপরতা চালিয়ে যাচ্ছে। গ্রেফতার করে এদের বিরুদ্ধে আইনী ব্যবস্তা নেয়া হবে বলে জানা গেছে । এ দিকে কুয়েতে চাঁদা বাজি করতে গিয়ে বাংলাদেশী আটকের খবরে কুয়েত প্রবাসী বাংলাদেশীরা কুয়েত পুলিশের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছেন।