ঢাবি অধিভুক্তি বাতিলের দাবিতে ময়মনসিংহে সড়ক অবরোধ, জেলা প্রশাসকের আশ্বাসে অবরোধ প্রত্যাহার

- আপডেট সময় : ০৫:৩৪:১০ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫
- / ১৩১ বার পড়া হয়েছে
সুমন ভট্টাচার্য,ময়মনসিংহ
ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি কাঠামো বাতিল করে ইওঞ-এর আদলে স্বতন্ত্রতা নিশ্চিতকরণ’ দাবিতে আজ সকালে সড়ক অবরোধ করেন।
আন্দোলনকারীরা জানান, তাঁরা চান তাদের শিক্ষা কার্যক্রম পুরাতন ইওঞ (বাংলাদেশ ইনস্টিটিউট অব টেকনোলজি) এর মতো স্বতন্ত্র ব্যবস্থাপনায় পরিচালিত হোক।“১ দফা, ঢাবি অধিভুক্তি বাতিল চাই ু ইওঞ-এর আদলে স্বতন্ত্রতা চাই” এই স্লোগানে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেন।
এতে শহরের গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে। টানা ৫ ঘণ্টা সড়ক অবরোধ চলার পর ঘটনাস্থলে উপস্থিত হন ময়মনসিংহ জেলা প্রশাসক মফিদুল আলম, পুলিশ সুপার কাজী আখতার উল আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা, সেনাবাহিনী,এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।আলোচনার মাধ্যমে জেলা প্রশাসক শিক্ষার্থীদের দাবি যথাযথ কর্তৃপক্ষের কাছে তুলে ধরার প্রতিশ্রুতি দেন।
তাঁর আশ্বাসের প্রেক্ষিতে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন এবং আন্দোলন আপাতত স্থগিত করেন। বিষয়ে শিক্ষার্থীরা জানান, যদি প্রশাসন যথাসময়ে দাবি বাস্তবায়নে পদক্ষেপ না নেয়, তবে তারা আবারো বৃহত্তর কর্মসূচির ডাক দেবেন।