কুয়েতে বর্ণাঢ্য আয়োজনে জিটিভির ১৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

- আপডেট সময় : ০৩:০৫:২৭ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫
- / ১৫১ বার পড়া হয়েছে
বিলাল উদ্দিন,কুয়েত সংবাদদাতা
কুয়েতে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে বাংলাদেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল জিটিভির ১৪ তম বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
(শুক্রবার ১১ জুলাই) রাতে কুয়েত সিটির রাজবাড়ী হোটেলের হলরুমে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে শিশু হাফেজ আয়ান আব্দুল্লাহ পবিত্র কোরান থেকে তেলাওয়াত করেন।
পরে, জিটিভি দর্শক ফোরাম কুয়েতের সভাপতি ও বাংলাদেশ সাংবাদিক ইউনিয়ন কুয়েতের সভাপতি নাছির উদ্দীন খোকনের সভাপতিত্বে ও জিটিভির কুয়েত প্রতিনিধি আলাল আহমদের উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট প্রবাসী সংগঠক আব্দুল হাই মামুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী সংগঠক, মোহাম্মদ আকবর হোসেন,আব্দুল হাই ভুইয়া,জ্যেষ্ঠ সাংবাদিক মঈন উদ্দিন সরকার সুমন,মিঠুন সেলিম,প্রকৌশলী মোহাম্মদ ফরিদ উদ্দিন,মোরশেদ আলম ভূঁইয়া,তারেক হোসেন,কোরবান আলী,ইউনুস মাহমুদ,ওয়াসিম সানি,সুরুক মিয়াসহ অনেকে।
বক্তব্য রাখেন, সাংবাদিক আ হ জুবেদ, হেবজু মিয়া,আহাদ আম্বিয়া খোকন,জিসান মাহমুদ, আবু বক্কর সিদ্দিক পাভেল সহ আরও অনেকে।
অনুষ্ঠানে সাংস্কৃতিক পর্বে, সংগীত পরিবেশন করেন প্রবাসী ব্যান্ড এর কণ্ঠশিল্পীরা।
পরিশেষে নৈশভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানে সমাপ্তি ঘোষণা করা হয়।