ঢাকা ০৬:১৩ পূর্বাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জিয়াউর রহমান এক দূরদর্শী নেতা ও দেশ গঠনের রূপকার: মোহাম্মদ মাসুদ ভালুকায় ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার রোহিঙ্গা ইস্যুতে চলতি বছরই ৩টি আন্তর্জাতিক সম্মেলন: প্রধান উপদেষ্টা এদেশে সবার অধিকার সমান, ধর্ম-বর্ণের ভেদাভেদ থাকবে না: সেনাপ্রধান ইসলামী জোটে নির্বাচনে অংশ নেবে খেলাফত আন্দোলন জামায়াত ও এনসিপির মতো কিছু গোষ্ঠী চায় না দেশে নির্বাচন হোক: দুলু কারচুপি প্রতিহতের প্রস্তুতি নিতে হবে: ইসলামী আন্দোলনের মহাসচিব ত্রিশালে জমকালো আয়োজনে ক্রিকেট ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন ‘জুনিয়র টাইগার’ দুর্গাপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে আনন্দ র‌্যালি চাঁদাবাজদের বাংলাদেশে থাকতে দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
বিভাগীয় আইনশৃঙ্খলা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত

ময়মনসিংহকে আদর্শ নগরে রূপান্তরের প্রত্যয়

সুমন ভট্টাচার্য, ময়মনসিংহ ব্যুরো প্রধান
  • আপডেট সময় : ০৫:২৯:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
  • / ১৩৭ বার পড়া হয়েছে

ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মো: মোখতার আহমেদের সভাপতিত্বে বিভাগীয় আইনশৃঙ্খলা কমিটির নবগঠিত সমন্বয় সভা মঙ্গলবার (২২ জুলাই) বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি, বিভাগের চার জেলার জেলা প্রশাসক, বিভিন্ন দপ্তরের প্রধান, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা। সভা পরিচালনা করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার জিয়া আহমেদ সুমন।

সভায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, যানজট নিরসন, ময়মনসিংহ-জামালপুর বাস সার্ভিস চালুর সম্ভাবনা, মাদক ও কিশোর অপরাধ প্রতিরোধ, যৌন হয়রানি, ইভটিজিং ও বাল্যবিবাহ রোধ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

সভাপতি মো: মোখতার আহমেদ বলেন, “এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবার সহযোগিতা নিয়ে আমরা ময়মনসিংহ বিভাগকে একটি আদর্শ নগরী হিসেবে গড়ে তুলতে চাই।”

সভায় আলোচিত একটি গুরুত্বপূর্ণ ইস্যু ছিল শম্ভুগঞ্জ ব্রীজের টোল প্লাজা পুনরায় চালুর বিষয়ে মন্ত্রণালয় প্রেরিত প্রস্তাব। উপস্থিত সবাই এ বিষয়ে তীব্র বিরোধিতা জানান। তাদের মতে, টোল পুনরায় চালু হলে জনসাধারণের মধ্যে সরকারবিরোধী মনোভাব তৈরি হতে পারে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটবে।

ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি বলেন, “পুলিশ জনগণের আস্থার জায়গা। কথা কম বলে কাজ বেশি করাই আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত।” তিনি ধর্ষণ প্রতিরোধে মসজিদের ইমামদের শুক্রবারের বয়ানে সচেতনতামূলক বক্তব্য রাখার আহ্বান জানান।

সভায় আরও জানানো হয়, ২৪ জুলাইয়ের আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে একটি ‘মেমরি স্ট্যাম্প’ নির্মাণ এবং ঐতিহাসিক জুলাই অভ্যুত্থান উদযাপন করা হবে। সভাপতি সকলকে দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধ থেকে ময়মনসিংহকে একটি শান্তিপূর্ণ নগরী হিসেবে গড়ে তুলতে সহযোগিতার আহ্বান জানান।

শেষে, সকল প্রতিনিধিদের আন্তরিক অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

বিভাগীয় আইনশৃঙ্খলা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত

ময়মনসিংহকে আদর্শ নগরে রূপান্তরের প্রত্যয়

আপডেট সময় : ০৫:২৯:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫

ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মো: মোখতার আহমেদের সভাপতিত্বে বিভাগীয় আইনশৃঙ্খলা কমিটির নবগঠিত সমন্বয় সভা মঙ্গলবার (২২ জুলাই) বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি, বিভাগের চার জেলার জেলা প্রশাসক, বিভিন্ন দপ্তরের প্রধান, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা। সভা পরিচালনা করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার জিয়া আহমেদ সুমন।

সভায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, যানজট নিরসন, ময়মনসিংহ-জামালপুর বাস সার্ভিস চালুর সম্ভাবনা, মাদক ও কিশোর অপরাধ প্রতিরোধ, যৌন হয়রানি, ইভটিজিং ও বাল্যবিবাহ রোধ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

সভাপতি মো: মোখতার আহমেদ বলেন, “এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবার সহযোগিতা নিয়ে আমরা ময়মনসিংহ বিভাগকে একটি আদর্শ নগরী হিসেবে গড়ে তুলতে চাই।”

সভায় আলোচিত একটি গুরুত্বপূর্ণ ইস্যু ছিল শম্ভুগঞ্জ ব্রীজের টোল প্লাজা পুনরায় চালুর বিষয়ে মন্ত্রণালয় প্রেরিত প্রস্তাব। উপস্থিত সবাই এ বিষয়ে তীব্র বিরোধিতা জানান। তাদের মতে, টোল পুনরায় চালু হলে জনসাধারণের মধ্যে সরকারবিরোধী মনোভাব তৈরি হতে পারে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটবে।

ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি বলেন, “পুলিশ জনগণের আস্থার জায়গা। কথা কম বলে কাজ বেশি করাই আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত।” তিনি ধর্ষণ প্রতিরোধে মসজিদের ইমামদের শুক্রবারের বয়ানে সচেতনতামূলক বক্তব্য রাখার আহ্বান জানান।

সভায় আরও জানানো হয়, ২৪ জুলাইয়ের আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে একটি ‘মেমরি স্ট্যাম্প’ নির্মাণ এবং ঐতিহাসিক জুলাই অভ্যুত্থান উদযাপন করা হবে। সভাপতি সকলকে দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধ থেকে ময়মনসিংহকে একটি শান্তিপূর্ণ নগরী হিসেবে গড়ে তুলতে সহযোগিতার আহ্বান জানান।

শেষে, সকল প্রতিনিধিদের আন্তরিক অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানানো হয়।