ঢাকা ০৬:১৩ পূর্বাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জিয়াউর রহমান এক দূরদর্শী নেতা ও দেশ গঠনের রূপকার: মোহাম্মদ মাসুদ ভালুকায় ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার রোহিঙ্গা ইস্যুতে চলতি বছরই ৩টি আন্তর্জাতিক সম্মেলন: প্রধান উপদেষ্টা এদেশে সবার অধিকার সমান, ধর্ম-বর্ণের ভেদাভেদ থাকবে না: সেনাপ্রধান ইসলামী জোটে নির্বাচনে অংশ নেবে খেলাফত আন্দোলন জামায়াত ও এনসিপির মতো কিছু গোষ্ঠী চায় না দেশে নির্বাচন হোক: দুলু কারচুপি প্রতিহতের প্রস্তুতি নিতে হবে: ইসলামী আন্দোলনের মহাসচিব ত্রিশালে জমকালো আয়োজনে ক্রিকেট ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন ‘জুনিয়র টাইগার’ দুর্গাপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে আনন্দ র‌্যালি চাঁদাবাজদের বাংলাদেশে থাকতে দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

ঈশ্বরগঞ্জে মানসিক ভারসাম্যহীন পিতার হাতে শিশুপুত্র খুন

মেহেদী হাসান আহাদ, ঈশ্বরগঞ্জ
  • আপডেট সময় : ০২:৩৯:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
  • / ৩৭ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মানসিক ভারসাম্যহীন পিতার হাতে প্রাণ গেল সাত বছরের শিশু মোবারক হোসেনের। বুধবার (২৯ জুলাই) রাতে উপজেলার সোহাগী ইউনিয়নের বি-কাঁঠালিয়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। শিশুটির পিতা মো. নুরুল্লাহ (৩২) কে আটক করেছে পুলিশ।

স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, দীর্ঘদিন ধরেই মানসিক সমস্যায় ভুগছিলেন নুরুল্লাহ। চিকিৎসার পাশাপাশি পরিবারের সদস্যরা মাঝেমধ্যে তাকে বেঁধেও রাখতেন। মানসিক অবস্থার কিছুটা উন্নতি হলে ১৫ দিন আগে তাকে মুক্ত করে দেওয়া হয়। তবে গত দুই দিন ধরে তার আচরণে পুনরায় অস্বাভাবিকতা দেখা দেয়।

বুধবার বিকেলে প্রবল বৃষ্টির সময় তিনি বাড়ি থেকে কিছুটা দূরের একটি জঙ্গলে বসে ছিলেন। এসময় তার স্ত্রী জাকিয়া বেগম ছেলে মোবারককে ছাতা দিয়ে স্বামীর কাছে পাঠান। মোবারক বাবার কাছে পৌঁছামাত্রই, হাতে থাকা কুড়াল দিয়ে নুরুল্লাহ তার মাথায় আঘাত করেন। সঙ্গে সঙ্গে শিশুটি মাটিতে লুটিয়ে পড়ে। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. উবায়দুর রহমান বলেন, “খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই এবং অভিযুক্ত পিতাকে আটক করি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

ঈশ্বরগঞ্জে মানসিক ভারসাম্যহীন পিতার হাতে শিশুপুত্র খুন

আপডেট সময় : ০২:৩৯:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মানসিক ভারসাম্যহীন পিতার হাতে প্রাণ গেল সাত বছরের শিশু মোবারক হোসেনের। বুধবার (২৯ জুলাই) রাতে উপজেলার সোহাগী ইউনিয়নের বি-কাঁঠালিয়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। শিশুটির পিতা মো. নুরুল্লাহ (৩২) কে আটক করেছে পুলিশ।

স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, দীর্ঘদিন ধরেই মানসিক সমস্যায় ভুগছিলেন নুরুল্লাহ। চিকিৎসার পাশাপাশি পরিবারের সদস্যরা মাঝেমধ্যে তাকে বেঁধেও রাখতেন। মানসিক অবস্থার কিছুটা উন্নতি হলে ১৫ দিন আগে তাকে মুক্ত করে দেওয়া হয়। তবে গত দুই দিন ধরে তার আচরণে পুনরায় অস্বাভাবিকতা দেখা দেয়।

বুধবার বিকেলে প্রবল বৃষ্টির সময় তিনি বাড়ি থেকে কিছুটা দূরের একটি জঙ্গলে বসে ছিলেন। এসময় তার স্ত্রী জাকিয়া বেগম ছেলে মোবারককে ছাতা দিয়ে স্বামীর কাছে পাঠান। মোবারক বাবার কাছে পৌঁছামাত্রই, হাতে থাকা কুড়াল দিয়ে নুরুল্লাহ তার মাথায় আঘাত করেন। সঙ্গে সঙ্গে শিশুটি মাটিতে লুটিয়ে পড়ে। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. উবায়দুর রহমান বলেন, “খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই এবং অভিযুক্ত পিতাকে আটক করি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।