ঢাকা ০৭:০৯ পূর্বাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জিয়াউর রহমান এক দূরদর্শী নেতা ও দেশ গঠনের রূপকার: মোহাম্মদ মাসুদ ভালুকায় ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার রোহিঙ্গা ইস্যুতে চলতি বছরই ৩টি আন্তর্জাতিক সম্মেলন: প্রধান উপদেষ্টা এদেশে সবার অধিকার সমান, ধর্ম-বর্ণের ভেদাভেদ থাকবে না: সেনাপ্রধান ইসলামী জোটে নির্বাচনে অংশ নেবে খেলাফত আন্দোলন জামায়াত ও এনসিপির মতো কিছু গোষ্ঠী চায় না দেশে নির্বাচন হোক: দুলু কারচুপি প্রতিহতের প্রস্তুতি নিতে হবে: ইসলামী আন্দোলনের মহাসচিব ত্রিশালে জমকালো আয়োজনে ক্রিকেট ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন ‘জুনিয়র টাইগার’ দুর্গাপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে আনন্দ র‌্যালি চাঁদাবাজদের বাংলাদেশে থাকতে দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিহত শিক্ষার্থীদের পরিবারকে অর্থ সহায়তা দেবে জাতীয় বিশ্ববিদ্যালয়

প্রলয় ডেস্ক
  • আপডেট সময় : ০৮:৫৯:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪
  • / ৮৩ বার পড়া হয়েছে

ফাইল ছবি

প্রলয় ডেস্ক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দেবে জাতীয় বিশ্ববিদ্যালয়।

২৬ সেপ্টেম্বরের মধ্যে তালিকা পাঠাতে নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এই সহায়তার জন্য তালিকা তৈরি করা হবে। নিহত ও আহতদের তালিকা আগামী ২৬ সেপ্টেম্বরের মধ্যে পাঠাতে নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ৪ সেপ্টেম্বর জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর সভাপতিত্বে সিন্ডিকেটের জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মত সিদ্ধান্ত হয় ছাত্র-জনতার অভ্যুত্থানে নিহত শিক্ষার্থীদের পরিবারকে বিশ্ববিদ্যালয় থেকে আর্থিক সহায়তা দেওয়া হবে। এ ধারাবাহিকতায় নিহত শিক্ষার্থীদের বিস্তারিত তথ্য চেয়ে গত ১২ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের কলেজ মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন দপ্তর থেকে সংশ্লিষ্ট সব কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানে এ সংক্রান্ত চিঠি দেওয়া হয়েছে।

এতে আরও বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সব কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানে স্নাতক (পাস), স্নাতক (সম্মান), স্নাতকোত্তর ও প্রফেশনাল কোর্সে অধ্যয়নরত অবস্থায় ২০২৪-এর জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যেসব শিক্ষার্থী শহীদ হয়েছেন তাদের তালিকা স্ব স্ব কলেজ থেকে বিশ্ববিদ্যালয়ের ছক অনুযায়ী তথ্য ও ঘটনা যাচাই করে অনলাইনে ২৬ সেপ্টেম্বরের মধ্যে পাঠাতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।

নিউজটি শেয়ার করুন

নিহত শিক্ষার্থীদের পরিবারকে অর্থ সহায়তা দেবে জাতীয় বিশ্ববিদ্যালয়

আপডেট সময় : ০৮:৫৯:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪

প্রলয় ডেস্ক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দেবে জাতীয় বিশ্ববিদ্যালয়।

২৬ সেপ্টেম্বরের মধ্যে তালিকা পাঠাতে নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এই সহায়তার জন্য তালিকা তৈরি করা হবে। নিহত ও আহতদের তালিকা আগামী ২৬ সেপ্টেম্বরের মধ্যে পাঠাতে নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ৪ সেপ্টেম্বর জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর সভাপতিত্বে সিন্ডিকেটের জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মত সিদ্ধান্ত হয় ছাত্র-জনতার অভ্যুত্থানে নিহত শিক্ষার্থীদের পরিবারকে বিশ্ববিদ্যালয় থেকে আর্থিক সহায়তা দেওয়া হবে। এ ধারাবাহিকতায় নিহত শিক্ষার্থীদের বিস্তারিত তথ্য চেয়ে গত ১২ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের কলেজ মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন দপ্তর থেকে সংশ্লিষ্ট সব কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানে এ সংক্রান্ত চিঠি দেওয়া হয়েছে।

এতে আরও বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সব কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানে স্নাতক (পাস), স্নাতক (সম্মান), স্নাতকোত্তর ও প্রফেশনাল কোর্সে অধ্যয়নরত অবস্থায় ২০২৪-এর জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যেসব শিক্ষার্থী শহীদ হয়েছেন তাদের তালিকা স্ব স্ব কলেজ থেকে বিশ্ববিদ্যালয়ের ছক অনুযায়ী তথ্য ও ঘটনা যাচাই করে অনলাইনে ২৬ সেপ্টেম্বরের মধ্যে পাঠাতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।