জুলাই আন্দোলনের মতো সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান নৌ উপদেষ্টার

- আপডেট সময় : ১২:১৮:৪৯ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫
- / ৪০ বার পড়া হয়েছে
জুলাই আন্দোলনের মতো সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের নৌপরিবহণ উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।
মঙ্গলবার দুপুরে রাওয়া হেলমেট অডিটোরিয়ামে ‘জুলাই বিপ্লব-২০২৪ এর গৌরবময় স্মৃতি স্মরণে’ এক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।
উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন বলেন, জুলাই আন্দোলন বাংলাদেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। এই আন্দোলনে সবাই ঐক্যবদ্ধভাবে স্বৈরশাসকের পতন ঘটিয়েছিল।
রাওয়ার সিনিয়র ভাইস চেয়ারম্যান এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল সাইদুর রহমানের সভাপতিত্বে রাওয়ার সেক্রেটারি জেনারেল লে. কর্নেল মো. ইরশাদ সাঈদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক) আব্দুল হাফিজ।
অনুষ্ঠানে জুলাই বিপ্লবে সকল শহীদদের আত্মার মাগফিরাত এবং সকল আহতদের সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।