ঢাকা ০৫:০২ পূর্বাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জিয়াউর রহমান এক দূরদর্শী নেতা ও দেশ গঠনের রূপকার: মোহাম্মদ মাসুদ ভালুকায় ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার রোহিঙ্গা ইস্যুতে চলতি বছরই ৩টি আন্তর্জাতিক সম্মেলন: প্রধান উপদেষ্টা এদেশে সবার অধিকার সমান, ধর্ম-বর্ণের ভেদাভেদ থাকবে না: সেনাপ্রধান ইসলামী জোটে নির্বাচনে অংশ নেবে খেলাফত আন্দোলন জামায়াত ও এনসিপির মতো কিছু গোষ্ঠী চায় না দেশে নির্বাচন হোক: দুলু কারচুপি প্রতিহতের প্রস্তুতি নিতে হবে: ইসলামী আন্দোলনের মহাসচিব ত্রিশালে জমকালো আয়োজনে ক্রিকেট ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন ‘জুনিয়র টাইগার’ দুর্গাপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে আনন্দ র‌্যালি চাঁদাবাজদের বাংলাদেশে থাকতে দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

আগামী সপ্তাহে পুতিন ও জেলেনস্কির সাথে ট্রাম্পের বৈঠকের সম্ভাবনা

প্রলয় ডেস্ক
  • আপডেট সময় : ১১:৪৮:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫
  • / ৩১ বার পড়া হয়েছে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আগামী সপ্তাহে রাশিয়া ও ইউক্রেনের নেতাদের সাথে তার সাক্ষাৎ করার দারুণ সম্ভাবনা রয়েছে। তার মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফের সাথে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে ফলপ্রসু আলোচনা হয়েছে বলেও জানিয়েছেন ট্রাম্প। খবর বিবিসির।

বুধবার হোয়াইট হাউজে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, দুই পক্ষের মধ্যে এমন বৈঠকের বিষয়ে খুব ভালো অগ্রগতি হয়েছে। যদিও এ বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি।

এর আগে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ও ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফের মধ্যে বৈঠক নিয়ে একটি অস্পষ্ট বিবৃতি দেয়। রাশিয়ার পররাষ্ট্র নীতিবিষয়ক উপদেষ্টা জানান, উভয় পক্ষের মধ্যে ‘সংকেত বিনিময় হয়েছে এবং আলোচনা ছিল ‘গঠনমূলক’।

ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত হতে রাশিয়াকে ট্রাম্পের সময়সীমা বেঁধে দিয়েছেন ট্রাম্প। রাশিয়া যুদ্ধবিরতিতে রাজি না হলে নতুন নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছেন তিনি। এই হুমকির মধ্যেই মস্কোতে পুতিন-উইটকফ বৈঠক অনুষ্ঠিত হয়।

হোয়াইট হাউস বিবিসিকে জানিয়েছে, রাশিয়া মার্কিন প্রেসিডেন্টের সাথে দেখা করার ইচ্ছা প্রকাশ করেছে। পুতিন ও জেলেনস্কি উভয়ের সাথেই দেখা করতে প্রস্তুত ট্রাম্প।
হোয়াইট হাউস থেকে দেয়া বিবৃতির কিছুক্ষণ পর, ট্রাম্প নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে লেখেন, ‘আমি ইউরোপের কয়েকজন মিত্র রাষ্ট্রপ্রধানকে এই আলোচনার বিষয়ে অবহিত করেছি। সবাই একমত যে এই যুদ্ধ বন্ধ হওয়া উচিত। আগামী দিন ও সপ্তাহগুলোতে আমরা সেই লক্ষেই কাজ করব।’

মস্কো এবং কিয়েভের মধ্যে আলোচনায় অগ্রগতি না হওয়ায় ট্রাম্প বিরক্ত হলেও বুধবার পুতিন এবং উইটকফের মধ্যে আলোচনা সৌহার্দ্যপূর্ণ ছিল বলেই ধারনা করা হচ্ছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আগামী সপ্তাহে পুতিন ও জেলেনস্কির সাথে ট্রাম্পের বৈঠকের সম্ভাবনা

আপডেট সময় : ১১:৪৮:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আগামী সপ্তাহে রাশিয়া ও ইউক্রেনের নেতাদের সাথে তার সাক্ষাৎ করার দারুণ সম্ভাবনা রয়েছে। তার মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফের সাথে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে ফলপ্রসু আলোচনা হয়েছে বলেও জানিয়েছেন ট্রাম্প। খবর বিবিসির।

বুধবার হোয়াইট হাউজে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, দুই পক্ষের মধ্যে এমন বৈঠকের বিষয়ে খুব ভালো অগ্রগতি হয়েছে। যদিও এ বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি।

এর আগে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ও ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফের মধ্যে বৈঠক নিয়ে একটি অস্পষ্ট বিবৃতি দেয়। রাশিয়ার পররাষ্ট্র নীতিবিষয়ক উপদেষ্টা জানান, উভয় পক্ষের মধ্যে ‘সংকেত বিনিময় হয়েছে এবং আলোচনা ছিল ‘গঠনমূলক’।

ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত হতে রাশিয়াকে ট্রাম্পের সময়সীমা বেঁধে দিয়েছেন ট্রাম্প। রাশিয়া যুদ্ধবিরতিতে রাজি না হলে নতুন নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছেন তিনি। এই হুমকির মধ্যেই মস্কোতে পুতিন-উইটকফ বৈঠক অনুষ্ঠিত হয়।

হোয়াইট হাউস বিবিসিকে জানিয়েছে, রাশিয়া মার্কিন প্রেসিডেন্টের সাথে দেখা করার ইচ্ছা প্রকাশ করেছে। পুতিন ও জেলেনস্কি উভয়ের সাথেই দেখা করতে প্রস্তুত ট্রাম্প।
হোয়াইট হাউস থেকে দেয়া বিবৃতির কিছুক্ষণ পর, ট্রাম্প নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে লেখেন, ‘আমি ইউরোপের কয়েকজন মিত্র রাষ্ট্রপ্রধানকে এই আলোচনার বিষয়ে অবহিত করেছি। সবাই একমত যে এই যুদ্ধ বন্ধ হওয়া উচিত। আগামী দিন ও সপ্তাহগুলোতে আমরা সেই লক্ষেই কাজ করব।’

মস্কো এবং কিয়েভের মধ্যে আলোচনায় অগ্রগতি না হওয়ায় ট্রাম্প বিরক্ত হলেও বুধবার পুতিন এবং উইটকফের মধ্যে আলোচনা সৌহার্দ্যপূর্ণ ছিল বলেই ধারনা করা হচ্ছে।