আ.লীগ যা করেছে, বিএনপি করলে একই পরিণতি হবে: মেজর হাফিজ

- আপডেট সময় : ০৪:০৯:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫
- / ৫৩ বার পড়া হয়েছে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য বীর বিক্রম মেজর (অব.) হাফিজ উদ্দীন আহমেদ বলেছেন, আওয়ামী লীগ যা করেছে, বিএনপি যদি তা-ই করে তবে একই পরিণতি ভোগ করতে হবে।
বুধবার রাজশাহীতে এক বিজয় র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের পতনের বর্ষপূর্তি উপলক্ষে এই সভার আয়োজন করা হয়।
হাফিজ উদ্দীন বলেন, ‘দুর্নীতি, ভুয়া নির্বাচন, সম্পদ লুট এবং বিরোধী দলের ওপর অত্যাচারের কারণেই স্বৈরাচারী হাসিনাকে পালাতে হয়েছে।’ তিনি বিএনপি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, জনগণের ভোটে জিয়াউর রহমানের দল ক্ষমতায় আসবে। তবে আমাদের সৎ থাকতে হবে, দুর্নীতির ঊর্ধ্বে থাকতে হবে। আওয়ামী লীগ যা করেছে, আমরা তা করলে আমাদেরও একই পরিণতি হবে।
বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহীন শওকত জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের আত্মত্যাগকে স্মরণ করে বলেন, তাঁদের কারণেই আজ কথা বলার স্বাধীনতা ও সভা-মিছিল করার সুযোগ হয়েছে। তিনি এনসিপিকে অতীতের ভুলের জন্য ক্ষমা চেয়ে একসাথে কাজ করার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে আলুপট্টি মোড় থেকে একটি বিজয় মিছিল বের হয়ে নগরীর সাহেব বাজার ঘুরে রাজশাহী কলেজ গেটে গিয়ে শেষ হয়।