ঢাকা ০৬:০৫ পূর্বাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জিয়াউর রহমান এক দূরদর্শী নেতা ও দেশ গঠনের রূপকার: মোহাম্মদ মাসুদ ভালুকায় ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার রোহিঙ্গা ইস্যুতে চলতি বছরই ৩টি আন্তর্জাতিক সম্মেলন: প্রধান উপদেষ্টা এদেশে সবার অধিকার সমান, ধর্ম-বর্ণের ভেদাভেদ থাকবে না: সেনাপ্রধান ইসলামী জোটে নির্বাচনে অংশ নেবে খেলাফত আন্দোলন জামায়াত ও এনসিপির মতো কিছু গোষ্ঠী চায় না দেশে নির্বাচন হোক: দুলু কারচুপি প্রতিহতের প্রস্তুতি নিতে হবে: ইসলামী আন্দোলনের মহাসচিব ত্রিশালে জমকালো আয়োজনে ক্রিকেট ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন ‘জুনিয়র টাইগার’ দুর্গাপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে আনন্দ র‌্যালি চাঁদাবাজদের বাংলাদেশে থাকতে দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

তারেক রহমান দেশে ফিরছেন ডিসেম্বরে

প্রলয় ডেস্ক
  • আপডেট সময় : ০৪:৩৯:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫
  • / ৪৯ বার পড়া হয়েছে

দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবনের অবসান হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হলেই দেশে ফিরবেন তিনি। বিষয়টি আমার দেশকে নিশ্চিত করেছেন তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীর। তিনি জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে আসার জন্য অপেক্ষা করছেন।

ইতোমধ্যে দেশে আসার সব প্রস্তুতি সম্পন্ন করেছেন। আগামী নির্বাচনের তফসিল ঘোষণা করলেই তিনি পরিবারসহ ঢাকার উদ্দেশে লন্ডন ছাড়বেন।

শেখ হাসিনার পতনের পর তারেক রহমানের দেশে আসার বিষয়টি আলোচনায় আসে। তখন তার বিরুদ্ধে শতাধিক মামলা চলমান ছিল। পরবর্তীতে তিনি সব মামলা থেকে অব্যাহতি পান। এরপর দেশে আসা নিয়ে আইনি বাধা না থাকলেও নিরাপত্তাহীনতায় তার দেশে ফেরা বিলম্ব হচ্ছে বলে জানান বিএনপির শীর্ষ নেতারা।

তবে তারেক রহমানের নিরাপত্তার বিষয়ে তার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীর আমার দেশকে বলেন, দেশের শীর্ষ রাজনৈতিক দলের নিরাপত্তার বিষয়টির দায়িত্ব রাষ্ট্রের। পৃথিবীর সব দেশের রাজনৈতিক দলের প্রধানের নিরাপত্তা ওই দেশের রাষ্ট্র দিয়ে থাকে। ফলে আমরা আশা করতে পারি বিএনপির সর্বোচ্চ নেতার নিরাপত্তার দায়িত্ব রাষ্ট্র নিশ্চিত করবে। এদিকে নির্বাচনি আইন অনুযায়ী দেশের রাজনৈতিক দলের প্রধান হিসেবে তফসিল ঘোষণার পর সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করে সরকার। সে হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে সর্বোচ্চ নিরাপত্তা পাবেন বলে জানা গেছে। এছাড়া ‘চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স (সিএসএফ)’ তো থাকবেই।

গত মঙ্গলবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা আগামী বছরের রমজানের আগে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে জানান। তার পরদিন নির্বাচন কমিশনকে ভোটের প্রস্তুতি নিতে আনুষ্ঠানিক চিঠি দেয় সরকার। এরপর গতকাল বৃহস্পতিবার নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, ডিসেম্বরে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।

ইসি সূত্রে জানা গেছে, ভোটের তারিখের দুই মাস আগে তফসিল ঘোষণা করা হবে। ফলে চলতি বছরের ডিসেম্বরের প্রথমার্ধে ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।

দেশে এসে তারেক রহমান নির্বাচনি প্রচারে অংশ নেবেন জানিয়ে হুমায়ুন কবীর বলেন, যেহেতু তিনি নির্বাচনের তফসিল ঘোষণার পর দেশে আসবেন, ফলে এসেই তিনি দলীয় প্রধান হিসেবে নির্বাচনি প্রচারে অংশ নেবেন।

১-১১-এর সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে তারেক রহমানকে গ্রেপ্তার করা হয়। পরের বছর জামিন দিয়ে তাকে দেশ ছাড়তে বাধ্য করে তখনকার সরকার। পরে তিনি পরিবারসহ লন্ডনে চলে যান। শুরু হয় তার নির্বাসিত জীবন। ১৭ বছর ধরে তিনি সেখানেই অবস্থান করছেন।

নিউজটি শেয়ার করুন

তারেক রহমান দেশে ফিরছেন ডিসেম্বরে

আপডেট সময় : ০৪:৩৯:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫

দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবনের অবসান হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হলেই দেশে ফিরবেন তিনি। বিষয়টি আমার দেশকে নিশ্চিত করেছেন তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীর। তিনি জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে আসার জন্য অপেক্ষা করছেন।

ইতোমধ্যে দেশে আসার সব প্রস্তুতি সম্পন্ন করেছেন। আগামী নির্বাচনের তফসিল ঘোষণা করলেই তিনি পরিবারসহ ঢাকার উদ্দেশে লন্ডন ছাড়বেন।

শেখ হাসিনার পতনের পর তারেক রহমানের দেশে আসার বিষয়টি আলোচনায় আসে। তখন তার বিরুদ্ধে শতাধিক মামলা চলমান ছিল। পরবর্তীতে তিনি সব মামলা থেকে অব্যাহতি পান। এরপর দেশে আসা নিয়ে আইনি বাধা না থাকলেও নিরাপত্তাহীনতায় তার দেশে ফেরা বিলম্ব হচ্ছে বলে জানান বিএনপির শীর্ষ নেতারা।

তবে তারেক রহমানের নিরাপত্তার বিষয়ে তার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীর আমার দেশকে বলেন, দেশের শীর্ষ রাজনৈতিক দলের নিরাপত্তার বিষয়টির দায়িত্ব রাষ্ট্রের। পৃথিবীর সব দেশের রাজনৈতিক দলের প্রধানের নিরাপত্তা ওই দেশের রাষ্ট্র দিয়ে থাকে। ফলে আমরা আশা করতে পারি বিএনপির সর্বোচ্চ নেতার নিরাপত্তার দায়িত্ব রাষ্ট্র নিশ্চিত করবে। এদিকে নির্বাচনি আইন অনুযায়ী দেশের রাজনৈতিক দলের প্রধান হিসেবে তফসিল ঘোষণার পর সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করে সরকার। সে হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে সর্বোচ্চ নিরাপত্তা পাবেন বলে জানা গেছে। এছাড়া ‘চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স (সিএসএফ)’ তো থাকবেই।

গত মঙ্গলবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা আগামী বছরের রমজানের আগে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে জানান। তার পরদিন নির্বাচন কমিশনকে ভোটের প্রস্তুতি নিতে আনুষ্ঠানিক চিঠি দেয় সরকার। এরপর গতকাল বৃহস্পতিবার নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, ডিসেম্বরে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।

ইসি সূত্রে জানা গেছে, ভোটের তারিখের দুই মাস আগে তফসিল ঘোষণা করা হবে। ফলে চলতি বছরের ডিসেম্বরের প্রথমার্ধে ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।

দেশে এসে তারেক রহমান নির্বাচনি প্রচারে অংশ নেবেন জানিয়ে হুমায়ুন কবীর বলেন, যেহেতু তিনি নির্বাচনের তফসিল ঘোষণার পর দেশে আসবেন, ফলে এসেই তিনি দলীয় প্রধান হিসেবে নির্বাচনি প্রচারে অংশ নেবেন।

১-১১-এর সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে তারেক রহমানকে গ্রেপ্তার করা হয়। পরের বছর জামিন দিয়ে তাকে দেশ ছাড়তে বাধ্য করে তখনকার সরকার। পরে তিনি পরিবারসহ লন্ডনে চলে যান। শুরু হয় তার নির্বাসিত জীবন। ১৭ বছর ধরে তিনি সেখানেই অবস্থান করছেন।