চেক জালিয়াতির মামলায় সাজাপ্রাপ্ত বিএনপি নেতা রতন গ্রেপ্তার

- আপডেট সময় : ০৮:০৭:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫
- / ১১৯ বার পড়া হয়েছে
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে চেক জালিয়াতি মামলার ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি উপজেলা বিএনপির সদস্য মো. হাবিবুল আলম রতনকে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার আনুমানিক রাত ১১টার দিকে রাজধানীর বাড্ডা থানা এলাকা থেকে বিশেষ অভিযান চালিয়ে রতনকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার রতনের বাড়ি ঈশ্বরগঞ্জ উপজেলার তারুন্দিয়া ইউনিয়নের গাবরবোয়ালী গ্রামে এবং দত্তপাড়া গ্রামের জামাই। সে ওই গ্রামের মো. আব্দুর রশিদের ছেলে।
এ বিষয়ে উপজেলা বিএনপির সদস্য সচিব আমিরুল ইসলাম ভূঁইয়া মনি বলেন, উপজেলার বিএনপির আহ্বায়ক কমিটিতে হাবিবুল আলম রতনের নাম থাকলে সে আমাদের দলীয় পরিচিতি সভা, পরপর তিনটি মিটিংয়ে অনুপস্থিত ও সাংগঠনিক কোন কাজে সম্পৃক্তা না থাকায় আমরা ধরে নিয়েছি সে আমাদের সঙ্গে সম্পৃক্ত নেই। ইতোপূর্বে রতনের বিরুদ্ধে অনেক প্রতারণামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ আমাদের কাছেও এসেছে। জেলা নেতাদের সঙ্গে কথা বলে এবং উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যদের সঙ্গে আলোচনা সাপেক্ষে তার বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন, রতনকে চেক জালিয়াতি মামলার ৬ মাসের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টমূলে তাকে ঢাকার বাড্ডা থানা এলাকা থেকে বিশেষ অভিযান চালিয়ে গ্রেপ্তার করে শুক্রবার তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।