কক্সবাজার জেলা বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম উদ্বোধন

- আপডেট সময় : ০২:১২:৫২ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫
- / ৩৪ বার পড়া হয়েছে
তৌহিদ বেলাল, কক্সবাজার
কক্সবাজারে জেলা ও সংসদীয় আসনভিত্তিক প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি।
শুক্রবার বিকেল কক্সবাজার ইনডোর স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি, সাবেক হুইপ শাহজাহান চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন- বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, সদস্য মশিউর রহমান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না। এসময় বক্তারা বলেন, বিএনপির একমাত্র শক্তি হলো জনগণ। তাই দলীয় নেতাকর্মীদের উচিত সবসময় জনগণের পাশে থাকা। অনুষ্ঠানে কক্সবাজার জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।