উখিয়ায় আ.লীগ নেতা শামসুদ্দিন গ্রেফতার

- আপডেট সময় : ০১:৩২:১৪ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫
- / ৪৫ বার পড়া হয়েছে
শাকুর মাহমুদ চৌধুরী,উখিয়া
কক্সবাজারের উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের আওয়ামী লীগ নেতা শামসুদ্দিনকে গ্রেফতার করেছে উখিয়া থানা পুলিশ।
রবিবার (১০ আগস্ট) দুপুরে সোনারপাড়া বাজার এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক শামসুদ্দিন (৪৮) জালিয়াপালং ৩ নম্বর ওয়ার্ডের সোনারপাড়া এলাকার আহমদ হোসেনের ছেলে। তিনি জালিয়াপালং ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কালামসহ তিনজনের ওপর গত ২৮ জানুয়ারি সন্ত্রাসী হামলার ঘটনায় দায়ের করা মামলার ২০ নম্বর আসামি।
মামলায় মোট ৪৬ জনকে আসামি করা হয়েছে। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসেন জানান, মামলার তদন্তের অংশ হিসেবে শামসুদ্দিনকে গ্রেফতার করা হয়েছে এবং তার বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা সকল আসামিকে গ্রেফতারের চেষ্টা চালিয়ে যাচ্ছি। স্থানীয়রা এ গ্রেফতারকে স্বাগত জানিয়ে বলেন, হামলার সঙ্গে জড়িত সকল আসামির দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। তারা শান্তি বজায় রাখতে সকলকে সহযোগিতার আহ্বান জানিয়েছেন। প্রসঙ্গত, এর আগে একই মামলার ১০ নম্বর আসামি মোহাম্মদ ফয়সালকেও গ্রেফতার করেছিল পুলিশ।
উল্লেখ্য, হামলার পরদিনই এলাকায় তীব্র প্রতিবাদ ছড়িয়ে পড়ে। স্থানীয়রা বিক্ষোভ মিছিল ও মানববন্ধনের মাধ্যমে হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও কঠোর শাস্তির দাবি জানান।