এসআইকে কুপিয়ে জখম
চট্টগ্রামে আওয়ামী লীগের ঝটিকা মিছিল

- আপডেট সময় : ০১:৩৯:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫
- / ৪০ বার পড়া হয়েছে
চট্রগ্রাম সংবাদদাতা
চট্টগ্রাম নগরীর ইশানমিস্ত্রি ঘাট এলাকায় গভীর রাতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল ঘিরে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গেলে পুলিশের এক উপপরিদর্শক (এসআই) সশস্ত্র হামলার শিকার হন। তিনি বর্তমানে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার (১১ আগস্ট) দিবাগত রাত প্রায় ২টার দিকে সল্টগোলা এলাকা থেকে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা একটি আকস্মিক মিছিল শুরু করে ইশানমিস্ত্রি ঘাট এলাকায় পৌঁছান। খবর পেয়ে বন্দর থানা পুলিশের চার থেকে পাঁচ সদস্যের একটি দল সেখানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে প্রায় ১০ থেকে ১২ জন যুবক তাদের ধাওয়া করে। অন্যরা সরে গেলেও এসআই আবু সাঈদ রানা মাটিতে পড়ে গেলে কয়েকজন তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে দ্রুত পালিয়ে যায়।
বন্দর থানার ডিউটি অফিসার জানান, গুরুতর আহত এসআই আবু সাঈদ রানাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিক চিকিৎসার পর তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বন্দর জোনের সহকারী কমিশনার মাহমুদুল হাসান বলেন, “হামলায় আমাদের একজন অফিসার গুরুতর আহত হয়েছেন। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।” ঘটনার পর রাতেই পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে বেশ কয়েকজনকে আটক করেছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে বলে জানিয়েছেন নগর পুলিশের উপকমিশনার (বন্দর) আমিরুল ইসলাম।
আরো পড়ুন-
- সাংবাদিক তুহিন হত্যা ও আনোয়ার হোসেনের উপর হামলার প্রতিবাদে ত্রিশালে মানববন্ধন
- মালয়েশিয়া পৌঁছেছেন প্রধান উপদেষ্টা
- ফরিদপুর-৪ আসনে মিজান মোল্লার গণসংযোগ জনমনে ব্যাপক সাড়া