সংবাদ শিরোনাম ::
রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে জাপানের সংসদ সদস্যের প্রতিনিধি দল

প্রলয় ডেস্ক
- আপডেট সময় : ০২:২৬:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫
- / ৪৯ বার পড়া হয়েছে
কক্সবাজার অফিস
কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছে জাপানের প্রতিনিধি দল। বিভিন্ন ক্যাম্পের চলমান মানবিক সহায়তা কর্মসূচির কার্যক্রম পরিদর্শনে আসে জাপানের সংসদ সদস্যদের একটি প্রতিনিধি দল। মঙ্গলবার রোহিঙ্গা ক্যাম্পগুলোর শিক্ষা, স্বাস্থ্য, পুনর্বাসন ও খাদ্য বিতরণ কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন তারা।
প্রতিনিধি দলে নেতৃত্ব দেন, জাপানের জাতীয় সংসদের সদস্য সাকাগুচি নাওতো এবং বাংলাদেশে নিযুক্ত জাপান দূতাবাসের অর্থনৈতিক সহযোগিতা বিভাগের প্রধান কারাসাওয়া শিনজু।
বাংলাদেশ সরকার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয় জানায়, প্রতিনিধি দলটি রোহিঙ্গা ক্যাম্পের এলপিজি বিতরণ কেন্দ্র, বর্ণমালা লার্নিং সেন্টার, প্রাইমারি হেলথ সেন্টার ও ই-ভাউচার খাদ্য বিতরণ কেন্দ্র ঘুরে দেখেন।