ঢাকা ০৫:০৪ পূর্বাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জিয়াউর রহমান এক দূরদর্শী নেতা ও দেশ গঠনের রূপকার: মোহাম্মদ মাসুদ ভালুকায় ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার রোহিঙ্গা ইস্যুতে চলতি বছরই ৩টি আন্তর্জাতিক সম্মেলন: প্রধান উপদেষ্টা এদেশে সবার অধিকার সমান, ধর্ম-বর্ণের ভেদাভেদ থাকবে না: সেনাপ্রধান ইসলামী জোটে নির্বাচনে অংশ নেবে খেলাফত আন্দোলন জামায়াত ও এনসিপির মতো কিছু গোষ্ঠী চায় না দেশে নির্বাচন হোক: দুলু কারচুপি প্রতিহতের প্রস্তুতি নিতে হবে: ইসলামী আন্দোলনের মহাসচিব ত্রিশালে জমকালো আয়োজনে ক্রিকেট ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন ‘জুনিয়র টাইগার’ দুর্গাপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে আনন্দ র‌্যালি চাঁদাবাজদের বাংলাদেশে থাকতে দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

সারজিসের বিরুদ্ধে মানহানি মামলাটি ‘হাস্যকর’ : এনসিপি নেতা আলী নাছের

প্রলয় ডেস্ক
  • আপডেট সময় : ০৪:৩৩:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫
  • / ১৪১ বার পড়া হয়েছে

গাজীপুরে সাংবাদিক মো. আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ড এবং আরেক সাংবাদিক আনোয়ার হোসেনের ওপর হামলার ঘটনায় বিএনপিকে দায়ী করে সামাজিক মাধ্যমে বক্তব্য দেওয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা দায়ের করা হয়েছে। বাসন থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজ এ মামলাটি দায়ের করেন।

এই মামলা প্রসঙ্গে প্রতিক্রিয়া জানিয়েছেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক ও গাজীপুরের স্থানীয় প্রতিনিধি অ্যাডভোকেট আলী নাছের খান। তিনি বলেন, ‘এ ধরনের মামলা সম্পূর্ণ হাস্যকর এবং রাজনৈতিক বক্তব্যের জবাব রাজনৈতিকভাবেই দেওয়া উচিত, মামলা করে নয়।’

তিনি আরও বলেন, সারজিস আলম তার বক্তব্যে বিএনপিকে সরাসরি আক্রমণ করেননি। বরং সারাদেশে চাঁদাবাজির প্রসঙ্গ তুলে ধরেছেন, যেখানে বিএনপির স্থানীয় নেতাকর্মীদের নিয়ন্ত্রণহীনতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। আলী নাছের জানান, গাজীপুরে চাঁদাবাজি রোধে এনসিপি অভিযান চালাবে এবং সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডে যেসব দুর্বৃত্ত জড়িত, তাদের পেছনে কারা রাজনৈতিক আশ্রয় দিচ্ছে, তা শিগগিরই প্রকাশ্যে আনা হবে।

তিনি আরও বলেন, ‘এই মামলা গাজীপুরের স্থানীয় রাজনীতিতে এনসিপির কোনো প্রভাব ফেলবে না বরং আমাদের জনপ্রিয়তা আরও বাড়বে।’

উল্লেখ্য, ৮ আগস্ট রাতে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে দৈনিক প্রতিদিন পত্রিকার স্টাফ রিপোর্টার তুহিন নিহত হন। তার আগের দিন, ৭ আগস্ট সাহাপাড়া এলাকায় আরেক সাংবাদিক আনোয়ার হোসেন হামলার শিকার হন। সারজিস আলম সামাজিক মাধ্যমে দাবি করেন, আনোয়ার হোসেনকে মারধর করেছে বিএনপির কর্মীরা, যা নিয়ে থানায় মামলা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

সারজিসের বিরুদ্ধে মানহানি মামলাটি ‘হাস্যকর’ : এনসিপি নেতা আলী নাছের

আপডেট সময় : ০৪:৩৩:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫

গাজীপুরে সাংবাদিক মো. আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ড এবং আরেক সাংবাদিক আনোয়ার হোসেনের ওপর হামলার ঘটনায় বিএনপিকে দায়ী করে সামাজিক মাধ্যমে বক্তব্য দেওয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা দায়ের করা হয়েছে। বাসন থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজ এ মামলাটি দায়ের করেন।

এই মামলা প্রসঙ্গে প্রতিক্রিয়া জানিয়েছেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক ও গাজীপুরের স্থানীয় প্রতিনিধি অ্যাডভোকেট আলী নাছের খান। তিনি বলেন, ‘এ ধরনের মামলা সম্পূর্ণ হাস্যকর এবং রাজনৈতিক বক্তব্যের জবাব রাজনৈতিকভাবেই দেওয়া উচিত, মামলা করে নয়।’

তিনি আরও বলেন, সারজিস আলম তার বক্তব্যে বিএনপিকে সরাসরি আক্রমণ করেননি। বরং সারাদেশে চাঁদাবাজির প্রসঙ্গ তুলে ধরেছেন, যেখানে বিএনপির স্থানীয় নেতাকর্মীদের নিয়ন্ত্রণহীনতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। আলী নাছের জানান, গাজীপুরে চাঁদাবাজি রোধে এনসিপি অভিযান চালাবে এবং সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডে যেসব দুর্বৃত্ত জড়িত, তাদের পেছনে কারা রাজনৈতিক আশ্রয় দিচ্ছে, তা শিগগিরই প্রকাশ্যে আনা হবে।

তিনি আরও বলেন, ‘এই মামলা গাজীপুরের স্থানীয় রাজনীতিতে এনসিপির কোনো প্রভাব ফেলবে না বরং আমাদের জনপ্রিয়তা আরও বাড়বে।’

উল্লেখ্য, ৮ আগস্ট রাতে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে দৈনিক প্রতিদিন পত্রিকার স্টাফ রিপোর্টার তুহিন নিহত হন। তার আগের দিন, ৭ আগস্ট সাহাপাড়া এলাকায় আরেক সাংবাদিক আনোয়ার হোসেন হামলার শিকার হন। সারজিস আলম সামাজিক মাধ্যমে দাবি করেন, আনোয়ার হোসেনকে মারধর করেছে বিএনপির কর্মীরা, যা নিয়ে থানায় মামলা করা হয়েছে।