ঢাকা ০৬:১৩ পূর্বাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জিয়াউর রহমান এক দূরদর্শী নেতা ও দেশ গঠনের রূপকার: মোহাম্মদ মাসুদ ভালুকায় ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার রোহিঙ্গা ইস্যুতে চলতি বছরই ৩টি আন্তর্জাতিক সম্মেলন: প্রধান উপদেষ্টা এদেশে সবার অধিকার সমান, ধর্ম-বর্ণের ভেদাভেদ থাকবে না: সেনাপ্রধান ইসলামী জোটে নির্বাচনে অংশ নেবে খেলাফত আন্দোলন জামায়াত ও এনসিপির মতো কিছু গোষ্ঠী চায় না দেশে নির্বাচন হোক: দুলু কারচুপি প্রতিহতের প্রস্তুতি নিতে হবে: ইসলামী আন্দোলনের মহাসচিব ত্রিশালে জমকালো আয়োজনে ক্রিকেট ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন ‘জুনিয়র টাইগার’ দুর্গাপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে আনন্দ র‌্যালি চাঁদাবাজদের বাংলাদেশে থাকতে দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

পদত্যাগের আগে সিইসি যা বললেন বললেন

প্রলয় ডেস্ক
  • আপডেট সময় : ১২:৪২:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০২৪
  • / ৯৪ বার পড়া হয়েছে

সংগৃহীত ছবি

নিজস্ব প্রতিবেদক

পদত্যাগ করার কথা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। একই সঙ্গে কমিশনের বাকি সদস্যরাও পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন তিনি। পদত্যাগের কথা জানাতে হাবিবুল আউয়াল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ইসি ভবনে এক সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে সাংবাদিকরা নানান প্রশ্ন করার চেষ্টা করলেও তিনি কোনো প্রশ্ন নেননি। সংবাদ সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেছেন, ‘মন্তব্য নিষ্প্রয়োজন’।

বক্তব্য দিতে গিয়ে সিইসি বিগত কয়েকটি নির্বাচনের ফলাফল এবং প্রেক্ষাপট তুলে ধরেন। ২০১৮ সালের নির্বাচনের কথা বলতে গিয়ে তিনি বলেন, বিএনপি আসন পেয়েছিল ৬টি। আওয়ামী লীগ পেয়েছিল ২৫৮টি। মন্তব্য নিষ্প্রয়োজন।

এর আগে তিনি ২০০৮ সালের নির্বাচনের কথা বলতে গিয়ে বলেন, ‘সেই নির্বাচনে বিএনপি মাত্র ২৭টি এবং আওয়ামী লীগ ২৩০টি আসন পেয়েছিল। নির্বাচন বিতর্কের ঊর্ধ্বে ছিল না। নিরাপদ প্রস্থানের প্রশ্নে বিএনপি এবং আওয়ামী লীগের সাথে সেনা সমর্থিত অসামরিক তত্ত্বাবধায়ক সরকারের দর কষাকষির বিষয়টি প্রকাশ্য ছিল। সেই প্রশ্নে বিএনপি এবং আওয়ামী লীগের অবস্থানও গোপন ছিল না।’

শেষে কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘প্রতিটি সাধারণ নির্বাচন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হলে উদ্দেশ্য অর্জন আরও সুনিশ্চিত হতে পারে। পরিশেষে আপনাদের অবহিত করতে চাই, আমিসহ মাননীয় কমিশনারগণ দেশের পরিবর্তিত বিরাজমান অবস্থায় পদত্যাগ করতে মনস্থির করেছি। আমরা অদ্যই পদত্যাগপত্র মহামান্য রাষ্ট্রপতির সমীপে উপস্থাপনের নিমিত্তে কমিশনের সচিব মহোদয়ের হাতে দেবো।’

নিউজটি শেয়ার করুন

পদত্যাগের আগে সিইসি যা বললেন বললেন

আপডেট সময় : ১২:৪২:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০২৪

নিজস্ব প্রতিবেদক

পদত্যাগ করার কথা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। একই সঙ্গে কমিশনের বাকি সদস্যরাও পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন তিনি। পদত্যাগের কথা জানাতে হাবিবুল আউয়াল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ইসি ভবনে এক সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে সাংবাদিকরা নানান প্রশ্ন করার চেষ্টা করলেও তিনি কোনো প্রশ্ন নেননি। সংবাদ সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেছেন, ‘মন্তব্য নিষ্প্রয়োজন’।

বক্তব্য দিতে গিয়ে সিইসি বিগত কয়েকটি নির্বাচনের ফলাফল এবং প্রেক্ষাপট তুলে ধরেন। ২০১৮ সালের নির্বাচনের কথা বলতে গিয়ে তিনি বলেন, বিএনপি আসন পেয়েছিল ৬টি। আওয়ামী লীগ পেয়েছিল ২৫৮টি। মন্তব্য নিষ্প্রয়োজন।

এর আগে তিনি ২০০৮ সালের নির্বাচনের কথা বলতে গিয়ে বলেন, ‘সেই নির্বাচনে বিএনপি মাত্র ২৭টি এবং আওয়ামী লীগ ২৩০টি আসন পেয়েছিল। নির্বাচন বিতর্কের ঊর্ধ্বে ছিল না। নিরাপদ প্রস্থানের প্রশ্নে বিএনপি এবং আওয়ামী লীগের সাথে সেনা সমর্থিত অসামরিক তত্ত্বাবধায়ক সরকারের দর কষাকষির বিষয়টি প্রকাশ্য ছিল। সেই প্রশ্নে বিএনপি এবং আওয়ামী লীগের অবস্থানও গোপন ছিল না।’

শেষে কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘প্রতিটি সাধারণ নির্বাচন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হলে উদ্দেশ্য অর্জন আরও সুনিশ্চিত হতে পারে। পরিশেষে আপনাদের অবহিত করতে চাই, আমিসহ মাননীয় কমিশনারগণ দেশের পরিবর্তিত বিরাজমান অবস্থায় পদত্যাগ করতে মনস্থির করেছি। আমরা অদ্যই পদত্যাগপত্র মহামান্য রাষ্ট্রপতির সমীপে উপস্থাপনের নিমিত্তে কমিশনের সচিব মহোদয়ের হাতে দেবো।’