ময়মনসিংহে লোকাল ট্রেনে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার -৪

- আপডেট সময় : ১২:৫১:০৫ অপরাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪
- / ৬৩ বার পড়া হয়েছে
সুমন ভট্টাচার্য
ময়মনসিংহ জারিয়া লোকাল ট্রেনে ডাকাতির ঘটনায় চার ডাকাত সদস্য গ্রেপ্তার সহ লুণ্ঠিত মোবাইল ও দেশীয় অস্ত্র উদ্ধার করে রেলওয়ে পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার, পিযুষ চন্দ্র দাস ঢাকা রেলওয়ে জেলার নেতৃত্বে ঢাকা রেলওয়ে জেলার ডিবি ও ময়মনসিংর রেলওয়ে থানা পুলিশের সমন্বয়ে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এক সপ্তাহব্যাপী ময়মনসিংহ শহরসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গত ১৮/৯/২০২৪ তারিখে জারিয়া লোকাল ট্রেনে সংগঠিত ডাকাতির ঘটনায় জড়িত ৪জনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হল – রাশেদ (২২), পিতা-কোরবান আলী,থানা- কোতোয়ালী, আকাশ মিয়া (২৫), পিতা-আবুল কাশেম, মোঃ ইমন (২২), পিতা- রবি, থানা-কোতোয়ালী মোঃ হৃদয় (২০), পিতা-বাবুল মিয়া,থানা-ফুলপুর, জেলা-ময়মনসিংহ।
এসপি আনোয়ার হোসেন বলেন, গতকাল গভীর রাতে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের নিকট থেকে দেশীয় চাকু, খুড়, স্টেপ গিয়ার চাকু, ফোল্ডিং চাকু উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদ ও গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে ময়মনসিংহ এর বিভিন্ন এলাকায় রাতভর অভিযান চালিয়ে লুষ্ঠিত ও বিক্রয় করা তিনটি মোবাইলও ভিন্ন ভিন্ন ব্যক্তির নিকট থেকে উদ্ধার করা হয়। তাহারা ডাকাতের ঘটনার দায় স্বীকার করে বিস্তারিত বিবরণ দিয়েছে।
তাহারা ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের ০৮নং প্লাটফম হতে ট্রেন ছাড়ার প্রাক্কালে সাথে থাকা দেশীয় অস্ত্র গুলো কাপড়ে মুড়িয়ে বিশেষ কৌশলে যাত্রী বেশে চলন্ত ট্রেনের বগিতে উঠে। এর ৪/৫ মিনিট পর সাথে থাকা অস্ত্র দিয়ে যাত্রীদের জিম্মি করে তাদের মোবাইল এবং টাকা পয়সা কেড়ে নিয়ে চলন্ত ট্রেনে থেকে নেমে যায়।
ইতোপূর্বে আমরা মাকসুদুল হক নিশাদ নামে একজন ডাকাতকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করেছি। এই মামলায় তিনিও জড়িত বলে ধৃত ডাকাতদের জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক তদন্তে নিশ্চিত হয়েছি। তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে।
এসপি আরো বলেন, এই রিশাদ ২০২১ সালে ট্রেনে সংঘটিত ডাকাতি ও খুনের মামলার প্রধান আসামী। তিনি দুই মাস আগে জামিনে বের হয়েছিল। এ ছাড়াও ধৃত আসামীদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাদিক মামলা রয়েছে। তিনি সহ এ ঘটনার সাথে জড়িত অন্যান্য ডাকাতরাও আমাদের গোয়েন্দা নজরদারিতে রয়েছে। জারিয়া লোকাল ট্রেনে ডাকাতি প্রতিরোধে গোয়েন্দা নজরদার বৃদ্ধি ও অতিরিক্ত রেলওয়ে পুলিশ মোতায়েন করা হয়েছে। অভিযান অব্যহত রয়েছে।
এ ব্যাপারে ওসি জাহাঙ্গীর আলম বলেন, ৩০/৯/২৪ সালে আবু সাঈদ বাদী হয়ে ৩৯৫/৩৯৭ ধারায় দ.বি. মামলা করেন,মামলা নং-১।মামলার তদন্ত অব্যাহত রয়েছে।