বাংলার সবার মাথা হেঁট করে, দোষীদের আড়াল করে

- আপডেট সময় : ০১:৪২:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০২৪
- / ৬৮ বার পড়া হয়েছে
শম্পা দাস-সমরেশ রায়, কলকাতা
জুনিয়র ডাক্তাররা দুইদিন অর্থাৎ আঠার ঘন্টা অনশনে, কিন্তু তখনো সরকারের তরফ থেকে কোনরকম সুযোগ-সুবিধার বার্তা, এবং দাবি গুলোর বিষয়ে কোনো বার্তা না আসায় আমরন অনশনের পথ নিলেন আজ থেকে।
আজ অভয়ার মূর্তি কে সামনে রেখে ছয়জন মহিলা ডাক্তার পুরুষ ডাক্তার অনশনে, আর তারা জানিয়ে দিয়েছেন যতদিন না দোষীদের বিচার হবে সাজা হবে, আমাদের দশ দফা দাবি পূরণ হবে। আমরা এই মঞ্চ ছাড়বো না, অনশন চালিয়ে যাবো, নির্লজ্জ সন্দীপ ঘোষ, বিনীত গোয়েল সহ অন্যান্য দোষীদের সাজা চাই, শুধু তাই না পুনরায় জয়নাগরের ছোট্ট শিশুকে যারা মেরেছে তাদেও সাজা চায়।
পুনরায় একের পর এক ঘটনা ঘটে চলেছে অথচ দোষীদের বিচার না করে, পুলিশ মন্ত্রী স্বাস্থ্য মন্ত্রী পুজো নিয়ে মেতেছেন, লজ্জা হওয়া উচিত, বাংলার সবার মাথা হেঁট করে, দোষীদের আড়াল করে, প্রমোশন দিয়ে ঢাকা দেওয়ার চেষ্টা করছেন। তা আমরা হতে দেব না ।
আমাদের পুজো হবে এই ধর্ণা মঞ্চে, অভয়ার দোষীদের বিচার চেয়ে, সারা হসপিটালে আর অরাজকতা চালাতে দেব না, সিন্ডিকেট চালাতে দেব না।
তারা চোর কুনাল সহ সান্তনু সেন সহ, পুলিশ প্রশাসনের আধিকারিকদের ধিক্কার ও হুঁশিয়ারি দিলেন। অবিলম্বে লম্বে হসপিটালে ভেতর থেকে সিন্ডিকেট দুর করো, আর পুলিশ প্রশাসনের আধিকারিকদের বললেন, একটা শিরদাঁড়া উপহার দিয়েছি, আর শিরদাঁড়া বিক্রি হতে দেব না ।
আজ অনশন মঞ্চে উপস্থিত ছিলেন, অভিনেতা বাদশা মৈত্র। তিনি সাংবাদিকদের বলেন, জুনিয়র ডাক্তাররা যা করছে সবার ভালোর জন্য করছে, সাধারণ মানুষের কথা ভেবে লড়াই করছে, নিজেদের স্বার্থের জন্য লড়াই করছে না, সবাই ডাক্তারদের পাশে থাকা উচিত, একজন নাগরিক হিসেবে।
সরকারের লজ্জা হওয়া দরকার, সারা বাংলার মুখে চুনকালি মাখিয়ে দিয়েছে, যা আগে কখনো ঘটেনি, কোটি কোটি টাকা খরচ করে পূজো নিয়ে মেতেছেন, অথচ দোষীদের শাস্তি দিতে পারল না, চাকরি খালি থাকলেও একজনকে চাকরি দিতে পারে না, টাকা নিয়ে অপদার্থ দের চাকরি দিচ্ছেন, যাদের সেই চাকরি করার যোগ্যতায় নাই।
আজ জয়নাগরের ঘটনা আবার প্রমান করে দিল নিরাপত্তা কোথায় পুনরায় একটা শিশুর জীবন চলে গেল অবিলম্বে দোষীদের আগে সাজা দিক।