আপডেটে শর্টস ভিডিওর সর্বোচ্চ দৈর্ঘ্য হবে ৩ মিনিট

- আপডেট সময় : ০১:৩৩:২৪ অপরাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০২৪
- / ১১৯ বার পড়া হয়েছে
অনলাইন ডেস্ক
ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক তার ব্যবহারকারীদের দুই বছরেরও বেশি সময় ধরে দশ মিনিটের ভিডিও শেয়ার করার অনুমতি দিয়ে আসছে। নতুন আপডেটে শর্টস ভিডিওর সর্বোচ্চ দৈর্ঘ্য হবে ৩ মিনিট। এর আগে এই ভিডিওগুলোর দৈর্ঘ্য ছিল মাত্র ১ মিনিট। এখন থেকে ইউটিউবাররা আরও বেশি সৃজনশীল ও তথ্যবহুল ভিডিও তৈরি করতে পারবেন।
১৫ অক্টোবর থেকে আনুষ্ঠানিকভাবে এ পরিবর্তন হওয়ার কথা রয়েছে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেট। ছোট দৈর্ঘ্যের ভিডিও বাজারে অন্যতম বড় প্ল্যাটফর্ম টিকটক।
নতুন আপডেটটি বর্গাকার বা পোরট্রেইট অ্যাসপেক্ট রেশিওর যে কোনো শর্টসের বেলায় কাজ করবে। এছাড়া, এটি ১৫ অক্টোবরের আগে শুট করা বা আপলোড করা ভিডিওকে যোগ হবে না বলে উল্লেখ রয়েছে প্রতিবেদনে। আরও কিছু আপডেট আসছে শর্টস ফিচারে, যেমন শর্টস ফিডে এখন কমেন্ট প্রিভিউ দেখা যাবে। এছাড়া, শর্টস ক্যামেরা ফিচার ব্যবহার করে ইউটিউব প্ল্যাটফর্মজুড়ে বিভিন্ন ভিডিও থেকে রিমিক্সড ক্লিপ তৈরির সুযোগ পাবেন ব্যবহারকারীরা।
২০২৪ সালের শুরুর দিকে কোম্পানিটি রিমিক্স ফিচার প্রকাশ করেছিল। এ ফিচারের মাধ্যমে শর্টস ভিডিওকে নিজের ভিডিও ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করা যায়, একটি শর্টের অডিও ব্যবহার করা যায়, এমনকি নিজের তৈরি আরেকটি ভিডিওর পাশাপাশিও বসানো যায়।
ইউটিউব নতুন একটি টুল আনছে যার মাধ্যমে শর্টস ভিডিও ফিচারটি কারও অপছন্দ হলে ওই নির্মাতার কম সংখ্যক শর্টস সামনে আসবে। এ অপশনটি শর্টসের ওপরের ডান কোণায় থ্রি-ডট মেনু থেকে বেছে নিতে পারবেন। তবে, অপশনটি স্থায়ী নয় বলেও জানিয়েছে ইউটিউব।