বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:১৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
কুড়িগ্রামে ভারতীয় নাগরিকের বাংলাদেশী জাতীয় পরিচয় পত্র নেয়ার অভিযোগ ফরিদপুরে টিআরসি নিয়োগের প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের ফলাফল প্রকাশ ১২ দলীয় জোটের মুখপাত্র শাহাদাত হোসেন সেলিম রিয়াদে সংবর্ধিত ছাত্র আন্দোলনে শহীদ বেনাপোলের আব্দুল্লাহ’র বাড়িতে স্বাস্থ্যের মহাপরিচালক মদনে শীতবস্ত্র বিতরণ তরুণীকে তুলে নিয়ে ধর্ষণ, সাবেক ছাত্রদল নেতা গ্রেফতার মহাখালীতে ব্যাটারিচালিত রিকশাচালকদের ধাওয়া দিলো সেনাবাহিনী ভারত থেকে ফিরে এলেন পাচারের শিকার ২৪ জন শাকিবকে জড়িয়ে ধরে ইমোশনাল হলেন পরীমণি জেনারেল ওয়াকারের সঠিক সিদ্ধান্তে সশস্ত্র বাহিনী আবারও আস্থার প্রতীক

জুনিয়র ডাক্তারদের মঙ্গল কামনায় ও অভয়ার বিচারের দাবীতে অনশন

জুনিয়র ডাক্তারদের মঙ্গল কামনায় ও অভয়ার বিচারের দাবীতে অনশন

সমরেশ রায়-শম্পা দাস, কলকাতা

তাদের দিদি এবং সহকর্মী অভয়ার বিচারের দাবিতে দোষীদের শাস্তির দাবিতে, এবং দশদফা দাবী নিয়ে, ধর্মতলা মেট্রো চ্যানেলের সামনে আজও জুনিয়র ডাক্তাররা ধর্ণা মঞ্চে অনশন চালিয়ে যাচ্ছেন। এবং তিনজন ডাক্তার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

শুধু ডাক্তার রায় ধর্ণা মঞ্চে বিক্ষোভ দেখাচ্ছেন তা নয়, সাধারণ মানুষ থেকে শুরু করে পরিবারের লোকেরাও , পথচলতি মানুষ সহ বিক্ষোভ মঞ্চে বিক্ষোভ দেখাচ্ছেন, যতদিন না দোষীরা শাস্তি পাবে এবং দশদফা দাবী পূরন না হবে, জুনিয়র ডাক্তাররা যেমন‌ ধর্ণা মঞ্চ ছারবে না, অনশনও চালিয়ে যাবেন, সাধারণ মানুষেরাও ডাক্তারদের পাশে থাকবেন,

১৮৭ ঘন্টা অনশনে, তবুও সরকার কোনো জবাব দিচ্ছেন না, আমরাও দেখতে চায় ।

আজ একটি অভিনব বিক্ষোভ চোখে পড়ে, নাগরিকদের মধ্যে থেকে একজন গঙ্গাজল ছড়াতে ছড়াতে দন্ডি কেটে ধর্ণা মঞ্চে প্রবেশ‌‌ করেন, এবং ধর্ণা মঞ্চের মুখে দুটি দুর্ণীতির ভার বসানো ছিলো, জনসাধারণের রায় নেওয়ার জন্য।

সংক্ষিপ্ত ভাবে বলতে গিয়ে বলেন, আমি এটা পড়েছি নিজের মন থেকে, ছেলে মেয়েদের মঙ্গল কামনায়, যারা আজ অনশনরত, যারা আমাদের প্রাণ ফিরিয়ে দেয়, সরকার তাদের বিরুদ্ধে যা করছে লজ্জাজনক, আজ তারা সবার জন্য ধন্যামঞ্চে অনুসরণত। সবাই দোষীদের বিচার চাইছে, অথচ সরকার চুপ করে বসে আছে, সাধারণ মানুষ লক্ষ্মীর ভান্ডার চায়না শুধু বিচার চাই, তাই আজ আমি গঙ্গাজল ছিটিয়ে দন্ডি কেটে ঠাকুরের কাছে কামনা করলাম। যেন ডাক্তারদের সুস্থ রাখে এবং দোষীদের বিচার হয়।

সংবাদটি শেয়ার করুন :

© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত । দৈনিক প্রলয়