বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:১৬ অপরাহ্ন
সমরেশ রায়-শম্পা দাস, কলকাতা
তাদের দিদি এবং সহকর্মী অভয়ার বিচারের দাবিতে দোষীদের শাস্তির দাবিতে, এবং দশদফা দাবী নিয়ে, ধর্মতলা মেট্রো চ্যানেলের সামনে আজও জুনিয়র ডাক্তাররা ধর্ণা মঞ্চে অনশন চালিয়ে যাচ্ছেন। এবং তিনজন ডাক্তার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
শুধু ডাক্তার রায় ধর্ণা মঞ্চে বিক্ষোভ দেখাচ্ছেন তা নয়, সাধারণ মানুষ থেকে শুরু করে পরিবারের লোকেরাও , পথচলতি মানুষ সহ বিক্ষোভ মঞ্চে বিক্ষোভ দেখাচ্ছেন, যতদিন না দোষীরা শাস্তি পাবে এবং দশদফা দাবী পূরন না হবে, জুনিয়র ডাক্তাররা যেমন ধর্ণা মঞ্চ ছারবে না, অনশনও চালিয়ে যাবেন, সাধারণ মানুষেরাও ডাক্তারদের পাশে থাকবেন,
১৮৭ ঘন্টা অনশনে, তবুও সরকার কোনো জবাব দিচ্ছেন না, আমরাও দেখতে চায় ।
আজ একটি অভিনব বিক্ষোভ চোখে পড়ে, নাগরিকদের মধ্যে থেকে একজন গঙ্গাজল ছড়াতে ছড়াতে দন্ডি কেটে ধর্ণা মঞ্চে প্রবেশ করেন, এবং ধর্ণা মঞ্চের মুখে দুটি দুর্ণীতির ভার বসানো ছিলো, জনসাধারণের রায় নেওয়ার জন্য।
সংক্ষিপ্ত ভাবে বলতে গিয়ে বলেন, আমি এটা পড়েছি নিজের মন থেকে, ছেলে মেয়েদের মঙ্গল কামনায়, যারা আজ অনশনরত, যারা আমাদের প্রাণ ফিরিয়ে দেয়, সরকার তাদের বিরুদ্ধে যা করছে লজ্জাজনক, আজ তারা সবার জন্য ধন্যামঞ্চে অনুসরণত। সবাই দোষীদের বিচার চাইছে, অথচ সরকার চুপ করে বসে আছে, সাধারণ মানুষ লক্ষ্মীর ভান্ডার চায়না শুধু বিচার চাই, তাই আজ আমি গঙ্গাজল ছিটিয়ে দন্ডি কেটে ঠাকুরের কাছে কামনা করলাম। যেন ডাক্তারদের সুস্থ রাখে এবং দোষীদের বিচার হয়।