বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:০৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
কুড়িগ্রামে ভারতীয় নাগরিকের বাংলাদেশী জাতীয় পরিচয় পত্র নেয়ার অভিযোগ ফরিদপুরে টিআরসি নিয়োগের প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের ফলাফল প্রকাশ ১২ দলীয় জোটের মুখপাত্র শাহাদাত হোসেন সেলিম রিয়াদে সংবর্ধিত ছাত্র আন্দোলনে শহীদ বেনাপোলের আব্দুল্লাহ’র বাড়িতে স্বাস্থ্যের মহাপরিচালক মদনে শীতবস্ত্র বিতরণ তরুণীকে তুলে নিয়ে ধর্ষণ, সাবেক ছাত্রদল নেতা গ্রেফতার মহাখালীতে ব্যাটারিচালিত রিকশাচালকদের ধাওয়া দিলো সেনাবাহিনী ভারত থেকে ফিরে এলেন পাচারের শিকার ২৪ জন শাকিবকে জড়িয়ে ধরে ইমোশনাল হলেন পরীমণি জেনারেল ওয়াকারের সঠিক সিদ্ধান্তে সশস্ত্র বাহিনী আবারও আস্থার প্রতীক

কোজাগরীতে লক্ষ্মীপূজো জমে উঠেছে পূজার বাজার

কোজাগরীতে লক্ষ্মীপূজো জমে উঠেছে পূজার বাজার

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহে কোজাগরী লক্ষ্মীপূজো প্রতীমা বাজার জমেউঠেছে নগরীর দূর্গাবাড়িসহ বিভিন্ন জায়গায়।

আগামী ১৬-১৭ তারিখে কোজাগরী লক্ষ্মীপূজো। বাড়িতে যাঁরা পূজো করেন, তাঁরা ইতিমধ্যেই তোড়জোড় করে ফেলেছেন। আশ্বিন মাসের পূর্ণিমা তিথিতে কোজাগরী লক্ষ্মীপূজোর বিধান রয়েছে। মনে করা হয় এদিনই সমুদ্র মন্থনের ফলে আবির্ভূত হয়েছিলেন ধন ও ঐশ্বর্যের দেবী লক্ষ্মী। এই তিথিতে বাংলার ঘরে ঘরে কোজাগরী লক্ষ্মীপূজো করা হয়। পূজো শেষে লক্ষ্মী পাঁচালি পাঠের বিধান রয়েছে। মনে করা হয় লক্ষ্মী পাঁচালি পাঠ ছাড়া লক্ষ্মীপূজো অসম্পূর্ণ থেকে যায়।

পাঁচালি পাঠের ফলে নিজের ভক্তদের ওপর প্রসন্ন হন ধনের দেবী। তাই পাঁচালি পড়া লক্ষ্মীপূজোর একটি গুরুত্বপূর্ণ অংশ।

লক্ষ্মী পাঁচালি পাঠ করলে নানান সমস্যা থেকে মুক্তিও পাওয়া যায়। প্রচলিত ধারণা অনুযায়ী, এই পাঁচালি পাঠ করলে রোগ-ব্যাধি থেকে মুক্তি পাওয়া যায়, পাশাপাশি ব্যবসায় উন্নতি, কর্মক্ষেত্রে উন্নতি, ইচ্ছাপূরণ হয়। এমনকি এর প্রভাবে অশুভ শক্তির প্রভাব থেকে মুক্তি পাওয়া যায় এবং বিপদ মুক্তিও ঘটে। লক্ষ্মী পাঁচালি পাঠের ফলে ঋণমুক্তি ঘটে, বসত ভিটায় প্রাচুর্যের সমাহার হয়। মা লক্ষীর কৃপার আশায় ঘরে ঘরে হয় লক্ষীপূজো।

আশ্বিন পূর্ণিমার দিনে লক্ষ্মী পুজোর পর পাঁচালি পড়ার নিয়ম আছে। তারপর লক্ষ্মীর বারমাসি পাঁচালিও পাঠ করা হয়।

সংবাদটি শেয়ার করুন :

© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত । দৈনিক প্রলয়