ঢাকা ০৪:০৩ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

কাঁথি দেশপ্রাণ ব্লকে মদের আসরে খুন

প্রলয় ডেস্ক
  • আপডেট সময় : ০৯:৩৩:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪
  • / ৮১ বার পড়া হয়েছে

শম্পা দাস, কলকাতা

আজ (১৮অক্টোবর) শুক্রবার মেদিনীপুর জেলার কাঁথি দেশপ্রাণ ব্লকের কাঁথি থানা এলাকায় দেউলপোতা গ্রামে, মদের আসরে বচসা থেকে খুনকে ঘিরে উত্তেজনা ছড়ায়।

জানা গেছে গত রাতে এই এলাকার পূর্ব আমতলীয়ার বাসিন্দা গোবিন্দ পাত্র (৪৫) পেশায় ব্যাবসায়ী ও‌ সুদ কারবারী, উত্তম পাত্র সহ কয়েকজন মিলে দেউলপোতা গ্রামে ডাকে ওই মদের ঠেকে।

গোবিন্দ বহুদিন আগে টাকা ধার দিয়েছিল অভিজিৎ পাত্রকে, এবং গোবিন্দ টাকার জন্য চাপ দিচ্ছিল, আর সেই থেকেই একটি পরিকল্পনা করে গোবিন্দকে বাড়ি থেকে ডেকে আনে সহযোগীদের সাথে করে বলেই জানা যায়।

জানা যায়, আসরে মদ খাওয়ার সময় টাকার প্রসঙ্গে আলোচনা ও বচসা হলে পাশে থাকা গোটা ইট দিয়ে প্রথমে মাথায় মারে এবং পরে সেই ইট দিয়ে পুরো মাথাটা থেথলে দেয় বলে জানায় স্থানীয়রা। কিছুক্ষণ পরে জানাজানি হতেই রাতে মরদেহ উদ্ধার করে কাঁথি হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয়।

আরও জানা যায়, সমগ্র ঘটনার পর উত্তেজিত জনতা অভিযুক্ত উত্তমের বাড়িতে আগুন লাগিয়ে দেয়। ঘটনা খবর পেয়ে এলাকায় যায় দমকল বাহিনী ও পুলিশ, সমগ্র ঘটনায় পুলিশ এখন পর্যন্ত উত্তম পাত্র (৩৫) ও বাটুল মাইতি কে গ্রেফতার করেছে।, বাকিরা পলাতক, পুলিশ তদন্তে নেমেছে, এ ঘটনায় পর থেকে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয় ।

নিউজটি শেয়ার করুন

কাঁথি দেশপ্রাণ ব্লকে মদের আসরে খুন

আপডেট সময় : ০৯:৩৩:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪

শম্পা দাস, কলকাতা

আজ (১৮অক্টোবর) শুক্রবার মেদিনীপুর জেলার কাঁথি দেশপ্রাণ ব্লকের কাঁথি থানা এলাকায় দেউলপোতা গ্রামে, মদের আসরে বচসা থেকে খুনকে ঘিরে উত্তেজনা ছড়ায়।

জানা গেছে গত রাতে এই এলাকার পূর্ব আমতলীয়ার বাসিন্দা গোবিন্দ পাত্র (৪৫) পেশায় ব্যাবসায়ী ও‌ সুদ কারবারী, উত্তম পাত্র সহ কয়েকজন মিলে দেউলপোতা গ্রামে ডাকে ওই মদের ঠেকে।

গোবিন্দ বহুদিন আগে টাকা ধার দিয়েছিল অভিজিৎ পাত্রকে, এবং গোবিন্দ টাকার জন্য চাপ দিচ্ছিল, আর সেই থেকেই একটি পরিকল্পনা করে গোবিন্দকে বাড়ি থেকে ডেকে আনে সহযোগীদের সাথে করে বলেই জানা যায়।

জানা যায়, আসরে মদ খাওয়ার সময় টাকার প্রসঙ্গে আলোচনা ও বচসা হলে পাশে থাকা গোটা ইট দিয়ে প্রথমে মাথায় মারে এবং পরে সেই ইট দিয়ে পুরো মাথাটা থেথলে দেয় বলে জানায় স্থানীয়রা। কিছুক্ষণ পরে জানাজানি হতেই রাতে মরদেহ উদ্ধার করে কাঁথি হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয়।

আরও জানা যায়, সমগ্র ঘটনার পর উত্তেজিত জনতা অভিযুক্ত উত্তমের বাড়িতে আগুন লাগিয়ে দেয়। ঘটনা খবর পেয়ে এলাকায় যায় দমকল বাহিনী ও পুলিশ, সমগ্র ঘটনায় পুলিশ এখন পর্যন্ত উত্তম পাত্র (৩৫) ও বাটুল মাইতি কে গ্রেফতার করেছে।, বাকিরা পলাতক, পুলিশ তদন্তে নেমেছে, এ ঘটনায় পর থেকে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয় ।