বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ১২:২৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :

৫৫তম বর্ষে পদার্পন করলো তারাচাঁদ দত্ত স্ট্রিট স্টুডেন্ট ওয়েলফেয়ার

৫৫তম বর্ষে পদার্পন করলো তারাচাঁদ দত্ত স্ট্রিট স্টুডেন্ট ওয়েলফেয়ার

শম্পা দাস ও সমরেশ রায়, কলকাতা

শুক্রবার (১ নভেম্বর) সন্ধ্যা সাতটায়, তারাচাঁদ দত্ত স্ট্রিট স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পঞ্চান্নতম বর্ষে শ্যামা মায়ের আরাধনায় ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে এক করে পুজোর আয়োজন। এবারে তাহাদের ভাবনা গ্রাম বাংলার শিল্পী, যাদের হাতের কাজ তুলে ধরতেই এবং শিল্পীদের ঐতিহ্যকে টিকিয়ে রাখতেই তাহাদের এই ভাবনা উঠে আসে। বাঁশের তৈরি সুক্ষ সুক্ষ হাতের কাজ দিয়ে মন্ডপ সাজিয়েছেন। এবং প্রতিমার রূপ ও অসাধারণ।

তারাচাঁদ দত্ত স্ট্রিট স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সমস্ত ধর্মকে এক করেছেন, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন সবাইকে এক ছাতার তলায় করে তাদের পথ চলা শুরু হয় এবং দেখতে দেখতে ৫৫ তম বর্ষে পদার্পন করলেন। উপস্থিত ছিলেন ক্লাবের বিভিন্ন ধর্মীয় সদস্য ও উদ্যোক্তারা, Kamal Lakhotia, Subir Panday, Ramesh Lakhotia, Anil Sharma, Suresh Lakhotia, Shambhu Mishra, Pappu Shamshi, Sanjiv Sharma, Sajan Sharma সহ অন্যান্য সদস্যরা, তাহারা প্রতিমার রূপ দেন, ঘটে যাওয়া দেশের পরিস্থিতির উপর মায়ের কাছে শান্তির বার্তা পৌঁছে দিতে।

মায়ের রূপ তৈরি করেছেন। তাহারা শুধু পূজোয় করেন না, বিভিন্ন রকম সামাজিক কাজে যুক্ত থাকেন, পূজোর সময় যেমন রক্তদান শিবির, বসে আঁকো প্রতিযোগিতা, ভোগ বিতরণ, সংস্কৃতিক অনুষ্ঠান, দুস্থদের বস্ত্র বিতরণ। তেমনি সারা বছর বিভিন্ন সামাজিক কাজে এবং বিপদে পৌঁছে যান সেই জায়গায়, কারো মেয়ের বিয়ে হচ্ছে না, কোথাও খরা, কোথাও বন্যা, আবার কখনো কখনো ফ্রি স্বাস্থ্য শিবির ও রক্তদান শিবির। বিনা পয়সায় চক্ষু অপারেশন ও চশমা দান, সব নিয়ে মেতে থাকেন সারা বছর।

সংক্ষিপ্ত কথার মধ্য দিয়ে সদস্যরা বলেন, সবার আগে জানায় সাংবাদিক ও মিডিয়া বন্ধুদের ও সম্পাদকদের, দুই বাংলার মেলবন্ধনকে। জাহাদের প্রচেষ্টায় আমাদের পূজোকে সারা বিশ্বে ছড়িয়ে দেন। আর শুভেচ্ছা জানাই সকল ধর্মের মানুষদের ও দর্শক বন্ধুদের, আর কৃতজ্ঞতা জানাই গ্রাম বাংলা সেই সকল শিল্পীদের, যাহারা মাথার ঘাম পায়ে ফেলে এই সুক্ষ সুক্ষ জিনিস তৈরি করে আমাদেরকে একটা থিমের মধ্যে আলোকিত করেন, যাদের প্রচেষ্টায় ও ভাবনায় ফুটে উঠে বিভিন্ন ধরনের থিম, দর্শকদের আনন্দ দিতে সাহায্য করে।

আরও পড়ুন

৪৯ তম বর্ষে পদার্পণ করলো, টালিগঞ্জ বয়েজ ক্লাব

৩৯ তম গ্ৰুপ চিত্র প্রদর্শনীর শুভ সূচনা, ওয়ার্ল্ড আর্ট অর্গানাইজেশন এর পরিচালনায়

স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবিতে, শ্রমিক-কৃষকদের জমায়েত ও প্রতিবাদ মিছিল

আমরা নিমিত্ত মাত্র, ওনারা যদি সহযোগিতা না করে কখনোই আমরা কোন ভাবনা আনতে পারিনা, এই ভাবনাটা ফুটিয়ে তুলতে পারিনা, তাই সকলকেই আমাদের তরফ থেকে কৃতজ্ঞতা, সকলের পাশে থাকার জন্য, সামাজিক কাজ করার জন্য, সকলের সহযোগিতার জন্য, আজ সহযোগিতা করার জন্যই আমরা দুই বাংলার শক্তি সম্মানে ২০২৪ ভূষিত হতে পেরেছি, এর জন্য ভারত বাংলাকে অশেষ অশেষ ধন্যবাদ জানাই, আমাদের চলার পথ আরো শক্তিশালী করে দেওয়ার জন্য। ধন্যবাদ জানাই ফায়ার ব্রিগেড, ইলেকট্রিক সাপ্লাই, পুলিশ প্রশাসনকে।

সংবাদটি শেয়ার করুন :

© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত । দৈনিক প্রলয়