কুড়িগ্রামে জেলা ছাত্রদলের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালিত

- আপডেট সময় : ০৭:২৫:১০ অপরাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪
- / ১১৮ বার পড়া হয়েছে
কুড়িগ্রাম অফিস
কুড়িগ্রামে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাথে সংশ্লিষ্ট সকল অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে গ্রেফতার ও বিচারের দাবীতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কুড়িগ্রাম জেলা ছাত্রদল।
রবিবার ১০ নভেম্বর দুপুরে কুড়িগ্রাম জাতীয়তাবাদী দল বিএনপির কার্যালয় মোক্তার পাড়া থেকে প্রতিবাদ মিছিলটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিন করে শহীদ মিনার এলাকায় অবস্থান নেয় মিছিলটি।
এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা ছাত্রদলের সভাপতি মোঃ আমিমুল ইহসান, সাধারণ সম্পাদক মোঃ হাসান জোবায়ের হিমেল, সহ সভাপতি মোঃ হাবিবুর রহমান রুবেল,যুগ্ম সাধারণ সম্পাদক সরোয়ার আহমেদ শাওন, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ রোকনুজ্জামান রোকন,সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ সোহেল রানা, সরকারি কলেজ শাখা ছাত্রদের আহবায়ক আসাদুজ্জামান আকাশ, সদস্য সচিব মিলন রহমান, মজিদা কলেজ শাখা ছাত্রদের সদস্য সচিব নাঈম ইসলাম সহ জেলা, পৌর, উপজেলা,কুড়িগ্রাম পলিটেকনিক্যাল শাখাসহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।
আরো পড়ুন-
- লালমনিরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
- সদরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
- রিয়াদে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
বক্তব্যে বিগত ১৫ বছর ধরে সাধারণ শিক্ষার্থীদের উপর নির্যাতনকারী ও ছাত্র রাজনীতি কলুষিত করা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাথে সংশ্লিষ্ট সকল অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবী জানান বিক্ষোভকারীরা।