বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ১২:২১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সশস্ত্র বাহিনীর বীর শহিদদের প্রতি শ্রদ্ধা রাষ্ট্রপতির শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশে সহায়ক শিক্ষাব্যবস্থা দরকার : ড. মুহাম্মদ ইউনূস পুলিশের নতুন আইজিপি বাহারুল আলম ট্রাইব্যুনাল চাইলে বিচারকার্য অডিও ভিজ্যুয়াল প্রচার করতে পারবে : আসিফ নজরুল যশোরের শার্শায় পুরোদমে চলছে আমন ধান কাটা ও মাড়াইয়ের ধুম ত্রিশালে শীতকালীন ব্যাডমিন্টন প্রতিযোগিতা উদ্বোধন বদলির ১০ মাসেও কর্মস্থল ছাড়ছেন না প্রকৌশলী, বদলি ঠেকিয়ে চলছে কমিশন বাণিজ্য ১৭ বছর বাড়িতে ঘুমাতে পারিনি : আমীর খসরু শিক্ষার গুণগত মান উন্নয়নে ফুলবাড়িয়ায় মতবিনিময় সভা মঠবাড়িয়ায় ৪র্থ অর্থনৈতিক শুমারি’র অবহিতকরণ সভা অনুষ্ঠিত

রিয়াদে প্রবাসী আড়াইহাজার উপজেলা বিএনপির কমিটি গঠন ও আলোচনা সভা

রিয়াদে প্রবাসী আড়াইহাজার উপজেলা বিএনপির কমিটি গঠন ও আলোচনা সভা

মুহাম্মদ আলী, সৌদি

সৌদি আরবের রাজধানী রিয়াদে প্রবাসী আড়াইহাজার উপজেলা বিএনপির নতুন কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২১ সদস্য বিশিষ্ট নতুন ঘোষিত ওই কমিটিতে আল-আমিন শিকদার আহ্বায়ক,মো.শহিদুল ইসলাম সদস্য সচিব ও মো. কামরুল ইসলাম যুগ্ম আহবায়ক মনোনীত হয়েছেন।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর ) রাতে রিয়াদের ১৮ নং এক্সিটের একটি কমিউনিটি সেন্টারে প্রবাসী আড়াইহাজার উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম ও সৌদিআরব পূর্বাঞ্চল বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ফারুক আহমেদ চাঁন এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রবাসী আড়াইহাজার উপজেলা বিএনপির আহ্বায়ক আল-আমিন শিকদার।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি অংশগ্রহণ করে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) নজরুল ইসলাম আজাদ। এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করতে হবে।

দলের স্বার্থে সকল মতভেদ ভুলে গিয়ে সর্বস্তরের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করে তারুণ্যের অহংকার তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে।

এছাড়াও অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রবাসী আড়াইহাজার উপজেলা বিএনপির সদস্য সচিব শহীদুল ইসলাম,মো. হারুনুর রশিদ, মো.আলমগীর হোসেন, মো.আল-আমিন শিকদার, আল-আমিন দাম্মাম, জামাল, আলি হাসান, খোকন, সাইদ আহমেদ নাহিদ, বশির মুন, আল-আমিন গাজি, ফজলুল হকসহ সংগঠনের বিভিন্ন নেতাকর্মী। অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও বেগম জিয়ার সুস্থতা কামনা ও তার পরিবারের জন্য দোয়া ও মোনাজাত করা হয়।

সংবাদটি শেয়ার করুন :

© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত । দৈনিক প্রলয়