ফুলবাড়ীয়ায় ইউপি চেয়ারম্যানের আত্নহত্যা

- আপডেট সময় : ০৪:৫২:১৩ অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪
- / ৬৯ বার পড়া হয়েছে
ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার পুটিজানা ইউনিয়নের ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান রয়েল ফ্যানের সাথে ঝুলে আত্নহত্যা করেছে। স্থানীয় ও প্রতিবেশিরা জানায়, পৌর সভার ৩ নং ওয়ার্ডের আব্দুল খালেকের বাসায় তিন তালায় এক বছর যাবত ভাড়াটিয়া হিসেবে আছে। ইউপি চেয়ারম্যান পাস করার পর প্রথম স্ত্রীকে তালাক দিয়ে দ্বিতীয় বিয়ে করে। গত মঙ্গলবার দ্বিতীয় স্ত্রী নাসিমার সাথে ঝগরা হয়। পরে নাসিমা তার ভাই জুয়েলকে ফোন দিয়ে আসতে বলে, জুয়েল আসলেই তাকে মার পিট শুরু করে চেয়ারম্যান। সন্ধ্যায় নাসিমা ভাইকে নিয়ে বাড়ীতে চলে যায়।
গত দুইদিন ধরে চেয়ারম্যানের বোন চায়না ফোন দিলে ফোন রিসিভ হয়না তাতে সন্দেহ জাগে সকাল ১১ টায় চুটে আসে ভাইয়ের বাসায়, দরজা ভিতর থেকে বন্ধ থাকায় ডাকাডাকি করেও কোন সারা শব্দ না পেয়ে দরজা ভাংতে গেলে বাসার মালিক দরজা ভাংগার টাকা দিতে হবে বলে বাধা দেয়। পড়ে দরজা ভেঙে ভিতরে গিয়ে ফ্যানে সাথে ঝুলে থাকতে দেখতে পায়। দুই দিন আগে আত্নহত্যা করেছে বলে ধারনা করা হচ্ছে। সে মাদকাসক্ত ছিলো ও পারিবারিক কলহের কারণেই তিনি আত্মহত্যা করতে পারেন বলে স্থানীয়রা ধারণা করছেন।
আরো পড়ুন-
- পাবনায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১
- দুই শিশুপুত্রকে হত্যার পর বাবার আত্মহত্যার চেষ্টা
- ঈশ্বরগঞ্জে ইয়ুথ পিস অ্যাম্বাসেডর (এমআইপিএস) গ্রুপ গঠন
ফুলবাড়ীয়া থানার অফিসার ইনচার্জ রুকনুজ্জামান জানান, আমি ঘটনাস্থলে আছি লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। মেডিকেল রির্পোট আসলে দেখা যাবে, পরিবারের কেউ আসলে মামলা নেয়া হবে।আমি শুনেছি সে নাকি মাদকাসক্ত ছিল এবং পারিবারিক কলহ আছে।