বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:১০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
কুড়িগ্রামে ভারতীয় নাগরিকের বাংলাদেশী জাতীয় পরিচয় পত্র নেয়ার অভিযোগ ফরিদপুরে টিআরসি নিয়োগের প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের ফলাফল প্রকাশ ১২ দলীয় জোটের মুখপাত্র শাহাদাত হোসেন সেলিম রিয়াদে সংবর্ধিত ছাত্র আন্দোলনে শহীদ বেনাপোলের আব্দুল্লাহ’র বাড়িতে স্বাস্থ্যের মহাপরিচালক মদনে শীতবস্ত্র বিতরণ তরুণীকে তুলে নিয়ে ধর্ষণ, সাবেক ছাত্রদল নেতা গ্রেফতার মহাখালীতে ব্যাটারিচালিত রিকশাচালকদের ধাওয়া দিলো সেনাবাহিনী ভারত থেকে ফিরে এলেন পাচারের শিকার ২৪ জন শাকিবকে জড়িয়ে ধরে ইমোশনাল হলেন পরীমণি জেনারেল ওয়াকারের সঠিক সিদ্ধান্তে সশস্ত্র বাহিনী আবারও আস্থার প্রতীক

শিশু ধর্ষণ মামলায় আসামীকে যাবজ্জীবন

জামালপুৃর প্রতিনিধি

জামালপুরে শিশু ধর্ষণ মামলায় শহিদ মিয়া (৪৩) কে যাবজ্জীবন ও ১ লক্ষ টাকা অর্থ দন্ড এবং অনাদায়ে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। তিনি মেলান্দহ উপজেলার দিলালেরপাড়া এলাকার মৃত দস্তর মন্ডলের ছেলে।

আজ বুধবার সকাল ১১ টায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ২ এর সিনিয়র জেলা জজ বিচারক মো. শহিদুল ইসলাম এ রায় ঘোষনা করেন।

মামলা সুত্রে জানা যায়, ২০১৬ সালের ২৭ এপ্রিল ভোর ৫ টায় মেলান্দহ উপজেলার দিলালেরপাড়া গ্রামের মো. আছাদুল্লাহ‍‍`র ৭ বছর বয়সী কন্যা শিশুকে জোরপূর্বক প্রতিবেশী মৃত দস্তর মন্ডলের ছেলে শহিদ মিয়া (৪৩) ধর্ষণ করে।

পরের দিন মেয়ের বাবা আছাদুল্লাহ বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২০০০ সংশোধনী ২০০৩ এর ৯ (১) ধারায় মেলান্দহ থানায় মামলা দায়ের করে।

দীর্ঘ ৮ বছর আইনী লড়াই ও ১০ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ শেষে এ রায় ঘোষণা করেন ।

এদিকে রায়ে সন্তুষ্ট না বলে জানিয়ে বড় মেয়ে শাহানা জানান, মিথ্যা মামলায় ফাসানো হয়েছে৷ আমরা এ রায়ে সন্তুষ্ট না৷ আমরা উচ্চ আদালতে আপীল করব।

তবে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ২ এর পিপি মো. রেজাউল আমীন (শামীম) জানান, ধর্ষণের দায়ে শহিদ মিয়াকে যাবজ্জীবন ও ১ লক্ষ টাকা অর্থ দন্ড এবং অনাদায়ে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে। আমরা এ রায়ে সন্তুষ্ট।

সংবাদটি শেয়ার করুন :

© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত । দৈনিক প্রলয়