বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ১২:২০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সশস্ত্র বাহিনীর বীর শহিদদের প্রতি শ্রদ্ধা রাষ্ট্রপতির শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশে সহায়ক শিক্ষাব্যবস্থা দরকার : ড. মুহাম্মদ ইউনূস পুলিশের নতুন আইজিপি বাহারুল আলম ট্রাইব্যুনাল চাইলে বিচারকার্য অডিও ভিজ্যুয়াল প্রচার করতে পারবে : আসিফ নজরুল যশোরের শার্শায় পুরোদমে চলছে আমন ধান কাটা ও মাড়াইয়ের ধুম ত্রিশালে শীতকালীন ব্যাডমিন্টন প্রতিযোগিতা উদ্বোধন বদলির ১০ মাসেও কর্মস্থল ছাড়ছেন না প্রকৌশলী, বদলি ঠেকিয়ে চলছে কমিশন বাণিজ্য ১৭ বছর বাড়িতে ঘুমাতে পারিনি : আমীর খসরু শিক্ষার গুণগত মান উন্নয়নে ফুলবাড়িয়ায় মতবিনিময় সভা মঠবাড়িয়ায় ৪র্থ অর্থনৈতিক শুমারি’র অবহিতকরণ সভা অনুষ্ঠিত

মঠবাড়িয়ায় ৪র্থ অর্থনৈতিক শুমারি’র অবহিতকরণ সভা অনুষ্ঠিত

রুম্মান হাওলাদার, মঠবাড়িয়া

পিরোজপুরের বৃহত্তর মঠবাড়িয়া উপজেলায় চতুর্থ অর্থনৈতিক শুমারি-২০২৪ এর অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০শে নভেম্বর) বেলা সাড়ে ১১ টায় ইউএনও’র অফিস ক¶ে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান অফিস এ অবহিতকরণ সভার আয়োজন করেন। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুল কাইয়ূম। সভায় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) কর্তৃক বাস্তবায়িত অর্থনৈকিতক শুমারি-২০২৪ এর মাঠ পর্যায়ে মূল তথ্য সংগ্রহ কার্যক্রম সম্পর্কে উপজেলা শুমারি সংক্রান্ত সার্বিক দিক নিয়ে অবহিত করেন উপজেলা শুমারী সমন্বয়কারী মো. ইসমাইল হোসেন।

উপজেলা জুনিয়র পরিসংখ্যান সহকারী মো. ইয়াকুব আলী  জানান, মঠবাড়িয়ায় আগামী ১০ই ডিসেম্বর থেকে তথ্য সংগ্রহের কার্যক্রম শুরু হবে। তথ্য সংগ্রহ চলবে ২৬শে ডিসেম্বর পর্যন্ত। এতে মাঠ পর্যায়ে ১৫৬ জন তথ্য সংগ্রহকারী, ১৭ জন সুপারভাইজার, ৪ জন জোনাল অফিসার এবং একজন উপজেলা শুমারী সমন্বয়কারী দায়িত্ব পালন করবেন। দেশের চতুর্থ এই অর্থনৈতিক শুমারী সম্পূর্ণ ডিজিটাল উপায়ে পরিচালিত হবে। এতে মঠবাড়িয়া উপজেলার অর্থনৈতিক প্রতিষ্ঠান এবং অর্থনৈতিক কর্মকান্ড সম্পন্ন খানা (পরিবার) এর তথ্য সংগ্রহ করা হবে।

এ সময় মঠবাড়িয়া উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, শি¶কবৃন্দ, বিভিন্ন ইউনিয়নের ইউপি সদস্য সহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য: দেশে সর্বপ্রথম অর্থনৈতিক শুমারি হয় ১৯৮৬ সালে, ২য় অর্থনৈতিক শুমারি ২০০১ ও ২০০৩ সালে পর্যায়ক্রমে অনুষ্ঠিত হয়, ৩য় অর্থনৈতিক শুমারি ২০১৩ সালে অনুষ্ঠিত হয়। এরই ধারাবাহিকতায় বর্তমানে বাংলাদেশের ৪র্থ অর্থনৈতিক শুমারি ২০২৪ সালে অনুষ্ঠিত হতে যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন :

© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত । দৈনিক প্রলয়