মুক্তাগাছায় আন্তঃজেলা চোর চক্রের ২ সদস্য গেপ্তার

- আপডেট সময় : ০৯:১৯:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪
- / ৪৭ বার পড়া হয়েছে
মুক্তাগাছা প্রতিনিধি
ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার রামভদ্রপুর এলাকা থেকে বিভিন্নজাততের ৫টি গরু, বহনকারী ট্রাক (ঢাকা মেট্রো নং-১২-২৯৮৭) সহ দু’জনকে গ্রেফতার করে মুক্তাগাছা থানা পুলিশ।
মোঃ নজরুল ইসলাম (৪৩) ও মোঃ শফিকুল ইসলাম (৫৩) এর দায়েরকৃত যৌথ অভিযোগের প্রেক্ষিতে জানা যায়, ২৬ (নভেম্বর) রাতে বসতভিটা সংলগ্ন গোয়াল ঘরের গরুগুলো তালাবদ্ধ অবস্থায় থাকার পর (২৭ নভেম্বর) শেষরাতে স্থানীয় লোকজন গরু বহনকারী ট্রাকসহ টাঙ্গাইল সদর পৌরসভার ৩ নং ওয়ার্ডের জুয়েল শেখ (৩২) ও মোঃ রাসেল হোসেন (১৯) কে আটক করে মুক্তাগাছা থানা পুলিশ কে খবর দিলে তাৎক্ষণিক অফিসার ইনচার্জ মোহাম্মদ কামাল হোসেনের নেতৃত্বে ও সাব-ইন্সপেক্টর ও সঙ্গীয় ফোর্স এর সমন্বিত অভিযানে ধৃত চোরসহ গরু বহনকারী ট্রাক আটক করতে সক্ষম হয়। চক্রের অন্যান্য সদস্যরা পালিয়ে যায়।
উল্লেখ্য, কিছুদিন যাবৎ মুক্তাগাছা থানা এলাকাসহ আশেপাশে চুরি সংঘটিত হওয়ার পিছনে একটি আন্তঃজেলা চোর চক্র সক্রিয় রয়েছে । এ ব্যাপারে মুক্তাগাছা থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।