ত্রিশালে মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা

- আপডেট সময় : ০৫:০৩:৫১ অপরাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪
- / ১৫০ বার পড়া হয়েছে
মোমিন তালুকদার
ময়মনসিংহ ত্রিশালে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের ত্রিশাল শাখার সভাপতি রাশেদুল ইসলাম রাশেদ ও সাধারণ সম্পাদক আহসান হাবীব কাঞ্চনের নেতৃেত্ব বর্ণাঢ্য র্যালিটি অনুষ্ঠিত হয়।
র্যালিটি গত রোববার বিকেলে উপজেলার দরিরামপুরে অবস্থিত নজরুল অডিটোরিয়াম এর সামনে থেকে শুরু করে পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে বিএনপির অস্থায়ী কার্যালয়ে এসে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হক ভূঁইয়া।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক, মো. আতাউর রহমান শামীম, যুগ্ম আহ্বায়ক আনিছুজ্জামান মৃধা, আব্দুল আউয়াল ফরাজী, মুঞ্জুরুল ওয়াহেদ নিক্সন, জিয়াউল হাসান জামিল, মোঃ আব্দুল মতিন প্রমূখ।
উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।