ঢাকা ০৩:৩০ পূর্বাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

এশিয়া কাপজয়ী যুবাদের জন্য ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা এনএসসির

প্রলয় ডেস্ক
  • আপডেট সময় : ০২:১৩:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪
  • / ৫০ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক 

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ খেলতে গিয়েছিল বাংলাদেশ। আর একবার শিরোপা উঁচিয়ে ধরার আশা নিয়ে খেলতে যাওয়া বাংলাদেশ যুবারা সেটা করে দেখিয়েছে। ফাইনালে ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বার এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট জেতে বাংলাদেশ। দারুণ এই সাফল্যের স্বীকৃতিস্বরূপ মোটা অঙ্কের অর্থ পুরস্কার পেতে যাচ্ছেন যুব দলের ক্রিকেটাররা।

এশিয়া কাপের শিরোপা জেতায় বাংলাদেশ দলের জন্য ৫০ লাখ পুরস্কার ঘোষণা করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। সোমবার এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে এনএসসি।

অতীতে এমন উদাহরণ খুব বেশি না থাকলেও রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে জয়ী দলকে আর্থিক পুরস্কার দেওয়ার রীতি পালন করছে অনেক সংস্থাই। এর মধ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও এনএসসি অন্যতম। গত মাসে সাফজয়ী নারী দলকে এক কোটি টাকা করে পুরস্কার দেয় তারা।

কদিন আগে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ হকি দলকে ২০ লাখ টাকা পুরস্কার দেয় যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও এনএসসি। যুব হকি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করায় দলটিকে এই পুরস্কার দেওয়া হয়। এবার অনূর্ধ্ব-১৯ দলের জন্য আরও বড় পরিমাণের পুরস্কার ঘোষণা করা হলো।

আরো পড়ুন-

এবারের যুব এশিয়া কাপের ফাইনালে ভারতকে রীতিমতো উড়িয়ে দেয় বাংলাদেশ। আগে ব্যাটিং করে ১৯৮ রান তোলা বাংলাদেশ যুবারা ভারতকে অলআউট করে দেয় ১৩৯ রানেই। ৬৯ রানের জয়ে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা উৎসবে মাতে তারা। যুবাদের এই আসরে বাংলাদেশের শিরোপা এই দুটিই, সর্বোচ্চ আটবার শিরোপা জিতেছে ভারত।

দৈনিক প্রলয় এএএস

নিউজটি শেয়ার করুন

এশিয়া কাপজয়ী যুবাদের জন্য ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা এনএসসির

আপডেট সময় : ০২:১৩:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪

স্পোর্টস ডেস্ক 

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ খেলতে গিয়েছিল বাংলাদেশ। আর একবার শিরোপা উঁচিয়ে ধরার আশা নিয়ে খেলতে যাওয়া বাংলাদেশ যুবারা সেটা করে দেখিয়েছে। ফাইনালে ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বার এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট জেতে বাংলাদেশ। দারুণ এই সাফল্যের স্বীকৃতিস্বরূপ মোটা অঙ্কের অর্থ পুরস্কার পেতে যাচ্ছেন যুব দলের ক্রিকেটাররা।

এশিয়া কাপের শিরোপা জেতায় বাংলাদেশ দলের জন্য ৫০ লাখ পুরস্কার ঘোষণা করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। সোমবার এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে এনএসসি।

অতীতে এমন উদাহরণ খুব বেশি না থাকলেও রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে জয়ী দলকে আর্থিক পুরস্কার দেওয়ার রীতি পালন করছে অনেক সংস্থাই। এর মধ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও এনএসসি অন্যতম। গত মাসে সাফজয়ী নারী দলকে এক কোটি টাকা করে পুরস্কার দেয় তারা।

কদিন আগে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ হকি দলকে ২০ লাখ টাকা পুরস্কার দেয় যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও এনএসসি। যুব হকি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করায় দলটিকে এই পুরস্কার দেওয়া হয়। এবার অনূর্ধ্ব-১৯ দলের জন্য আরও বড় পরিমাণের পুরস্কার ঘোষণা করা হলো।

আরো পড়ুন-

এবারের যুব এশিয়া কাপের ফাইনালে ভারতকে রীতিমতো উড়িয়ে দেয় বাংলাদেশ। আগে ব্যাটিং করে ১৯৮ রান তোলা বাংলাদেশ যুবারা ভারতকে অলআউট করে দেয় ১৩৯ রানেই। ৬৯ রানের জয়ে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা উৎসবে মাতে তারা। যুবাদের এই আসরে বাংলাদেশের শিরোপা এই দুটিই, সর্বোচ্চ আটবার শিরোপা জিতেছে ভারত।

দৈনিক প্রলয় এএএস