ঢাকা ১১:০৯ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুড়িগ্রাম জেলা উন্নয়ন ও বাস্তবায়ন পরিষদ কমিটি গঠিত এজাহারভুক্ত সব পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করার নোটিশ বন্যায় ডুবে গেছে সবজি ক্ষেত, বিপাকে কৃষক দূর্গাপুরে বন্যার পানিতে ডুবলো কৃষকের স্বপ্নের পান বরজ সীমান্তে বিজিবির অভিযানে মিয়ানমারের নাগরিকসহ আটক ২ নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীতে ২৭৬৩৭ জন নিয়োগ: স্বরাষ্ট্র উপদেষ্টা সেই আলোচিত ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম এখন সিলেটের জেলা প্রশাসক চিকিৎসকদের দোষারোপ করে লাভ নেই, সচেতন হতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা চলতি সপ্তাহেই চূড়ান্ত নির্বাচনি রোডম্যাপ প্রকাশ: ইসি সচিব ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সঙ্গে এনসিপির বৈঠক

ফরিদপুরে বাস মালিক গ্রুপের সভাপতিকে হত্যাচেষ্টায় আটক ২

প্রলয় ডেস্ক
  • আপডেট সময় : ০৮:০৫:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪
  • / ১৪৫ বার পড়া হয়েছে

ওয়াহিদুজ জামান, ক্রাইম রিপোর্টার

ফরিদপুর জেলা বাস মালিক গ্রুপের সভাপতি মো. কামরুল ইসলাম সিদ্দিকীর (৫০) এর ওপর হামলা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ধারালো অস্ত্রসহ দুজনকে আটক করেছে পুলিশ।

সোমবার (৩০ ডিসেম্বর) শহরের গোয়ালচামট মডেল মসজিদের সামনে এ ঘটনা ঘটে। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আটকৃতরা হলেন, শহরের রঘুনন্দনপুরের সাত্তার শেখে ছেলে রিপন শেখ ও রথখোলা এলাকার রাশেদ হাওলাদারের ছেলে সোহাগ হাওলাদার। এর মধ্যে রিপন শেখ জেলা শ্রমিক লীগের সভাপতি ও মোটর ওয়ার্কার্স শ্রমিক ইউনিয়নের সভাপতি গোলাম মো. নাছিরের সহযোগী বলে জানান স্থানীয়রা।

জানা যায়, সন্ধ্যায় মডেল মসজিদ থেকে মাগরিবের নামাজ পড়ে বের হন পার্শ্ববর্তী রথখোলা এলাকার বাসিন্দা কামরুল ইসলাম সিদ্দিকী। মসজিদের গেটে আসা মাত্র চার থেকে পাঁচজন তার ওপর হামলার চেষ্টা চালায়। একজন মাফলার দিয়ে তার গলা পেঁচিয়ে ফেলে। এ সময় রেজাউল করিম সজল নামে এক ব্যক্তি এগিয়ে আসলে ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করা হয়। এরপরই মরিচের গুঁড়া ছিটিয়ে পালিয়ে যায় হামলাকারীরা। লোকজন রিপন শেখকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করে।

আহত রেজাউল করিম বলেন, ‘মাগরিবের নামাজ শেষে হঠাৎ দেখি ওনাকে (কামরুল ইসলাম সিদ্দিকী) মাফলার দিয়ে গলা পেঁচিয়ে ফেলেছে। তখন আমি ঠেকানোর চেষ্টা করলে ওরা মরিচের গুঁড়া ছিটিয়ে দেয়। এরপরই রামদা দিয়ে কোপ দিতে গেলে আমি ধরে ফেলি। তখন আমার হাতর কনুইয়ের অংশ কেটে যায়।

হামলার শিকার কামরুল ইসলাম সিদ্দিকী বলেন, হামলাকারীদের মধ্যে চারজনকে চিনতে পেরেছি। রাজনৈতিক কারণে আমার ওপর এই হামলা হয়েছে। আমি সভাপতি হওয়ার পর থেকে বাসস্ট্যান্ড কেন্দ্রিক চাঁদাবাজি বন্ধের চেষ্টা চালিয়ে আসছি। এতে ওরা ক্ষিপ্ত হয়ে আজ এ ঘটনা ঘটায়। পূর্বেও চক্রটি আমাকে গুলি করে হত্যার চেষ্টা চালিয়েছিল।

জানতে চাইলে ওসি মো. আসাদউজ্জামান বলেন, সন্ধ্যা পরেই বিষয়টি আমি জানতে পারি। তখন পুলিশ পাঠানো হলে স্থানীয়রা একজনকে আটক করে পুলিশে দেয়। পরবর্তীতে আরও একজনকে আটক করা হয়েছে। বিষয়টি নিয়ে মামলা হবে এবং জড়িতদের আইনের আওতায় আনা হবে।

নিউজটি শেয়ার করুন

ফরিদপুরে বাস মালিক গ্রুপের সভাপতিকে হত্যাচেষ্টায় আটক ২

আপডেট সময় : ০৮:০৫:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪

ওয়াহিদুজ জামান, ক্রাইম রিপোর্টার

ফরিদপুর জেলা বাস মালিক গ্রুপের সভাপতি মো. কামরুল ইসলাম সিদ্দিকীর (৫০) এর ওপর হামলা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ধারালো অস্ত্রসহ দুজনকে আটক করেছে পুলিশ।

সোমবার (৩০ ডিসেম্বর) শহরের গোয়ালচামট মডেল মসজিদের সামনে এ ঘটনা ঘটে। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আটকৃতরা হলেন, শহরের রঘুনন্দনপুরের সাত্তার শেখে ছেলে রিপন শেখ ও রথখোলা এলাকার রাশেদ হাওলাদারের ছেলে সোহাগ হাওলাদার। এর মধ্যে রিপন শেখ জেলা শ্রমিক লীগের সভাপতি ও মোটর ওয়ার্কার্স শ্রমিক ইউনিয়নের সভাপতি গোলাম মো. নাছিরের সহযোগী বলে জানান স্থানীয়রা।

জানা যায়, সন্ধ্যায় মডেল মসজিদ থেকে মাগরিবের নামাজ পড়ে বের হন পার্শ্ববর্তী রথখোলা এলাকার বাসিন্দা কামরুল ইসলাম সিদ্দিকী। মসজিদের গেটে আসা মাত্র চার থেকে পাঁচজন তার ওপর হামলার চেষ্টা চালায়। একজন মাফলার দিয়ে তার গলা পেঁচিয়ে ফেলে। এ সময় রেজাউল করিম সজল নামে এক ব্যক্তি এগিয়ে আসলে ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করা হয়। এরপরই মরিচের গুঁড়া ছিটিয়ে পালিয়ে যায় হামলাকারীরা। লোকজন রিপন শেখকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করে।

আহত রেজাউল করিম বলেন, ‘মাগরিবের নামাজ শেষে হঠাৎ দেখি ওনাকে (কামরুল ইসলাম সিদ্দিকী) মাফলার দিয়ে গলা পেঁচিয়ে ফেলেছে। তখন আমি ঠেকানোর চেষ্টা করলে ওরা মরিচের গুঁড়া ছিটিয়ে দেয়। এরপরই রামদা দিয়ে কোপ দিতে গেলে আমি ধরে ফেলি। তখন আমার হাতর কনুইয়ের অংশ কেটে যায়।

হামলার শিকার কামরুল ইসলাম সিদ্দিকী বলেন, হামলাকারীদের মধ্যে চারজনকে চিনতে পেরেছি। রাজনৈতিক কারণে আমার ওপর এই হামলা হয়েছে। আমি সভাপতি হওয়ার পর থেকে বাসস্ট্যান্ড কেন্দ্রিক চাঁদাবাজি বন্ধের চেষ্টা চালিয়ে আসছি। এতে ওরা ক্ষিপ্ত হয়ে আজ এ ঘটনা ঘটায়। পূর্বেও চক্রটি আমাকে গুলি করে হত্যার চেষ্টা চালিয়েছিল।

জানতে চাইলে ওসি মো. আসাদউজ্জামান বলেন, সন্ধ্যা পরেই বিষয়টি আমি জানতে পারি। তখন পুলিশ পাঠানো হলে স্থানীয়রা একজনকে আটক করে পুলিশে দেয়। পরবর্তীতে আরও একজনকে আটক করা হয়েছে। বিষয়টি নিয়ে মামলা হবে এবং জড়িতদের আইনের আওতায় আনা হবে।