মুশফিকের সঙ্গে বিরাট ভুল বোঝাবুঝি, অল্পের জন্য রক্ষা লিটনের

- আপডেট সময় : ১২:১৯:০০ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫
- / ৩৫ বার পড়া হয়েছে
লিটনের সঙ্গে মুশফিকুর রহিমের জুটিটা তখন খুব বেশি বড় হয়নি। পঞ্চম উইকেটে মোটে ১৭ রান যোগ করেছেন দুজনে। তখনই হলো বিরাট এক ভুল। দুজনের বোঝাবুঝিতে উইকেটটা আরেকটু হলে খুইয়েই বসেছিল বাংলাদেশ।
ইনিংসের ১০৩তম ওভারে ঘটেছে ঘটনাটা। থারিন্দু রত্নায়েকের ডানহাতি স্পিন অফসাইডে উইকেটের পেছনে ঠেলে দিয়ে একটা রান নিতে ডাক দিয়েছিলেন মুশফিক। তবে ‘কল’ টা দিয়েই পেছনে তাকান তিনি, ভুল বুঝতে পেরে সেটা নাকচ করে দেন, ততক্ষণে লিটন চলে গেছেন স্ট্রাইকারের এন্ডে যেখানে আগেই ছিলেন মুশফিক।
এমন পরিস্থিতি থেকে রক্ষা পেতে হলে বিরাট ভাগ্য প্রয়োজন। লিটনের আজ তাই ছিল। গালি থেকে বলটা ধনাঞ্জয়া ডি সিলভা থ্রো করেন স্ট্রাইকারের এন্ডে, যেখানে মুশফিক আগে থেকেই ‘নিরাপদে’ দাঁড়িয়ে আছেন। সেখানে উইকেটরক্ষক কুশল মেন্ডিস আবার স্টাম্পও ভাঙেন কী বুঝে।
এরপরই ভুলটা বুঝলেন লঙ্কান উইকেটরক্ষক। থ্রো করেন বোলারের এন্ডে। ততক্ষণে ক্রিজে নিরাপদে পৌঁছে গেছেন লিটনও। বড় একটা ফাঁড়া কেটে যায় তার।