ঢাকা ০৮:০৮ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫, ১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কারচুপি প্রতিহতের প্রস্তুতি নিতে হবে: ইসলামী আন্দোলনের মহাসচিব ত্রিশালে জমকালো আয়োজনে ক্রিকেট ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন ‘জুনিয়র টাইগার’ দুর্গাপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে আনন্দ র‌্যালি চাঁদাবাজদের বাংলাদেশে থাকতে দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা কুড়িগ্রামে অটোরিকশা দেখতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো নারীর পাবনা-১ আসনে নির্বাচনি প্রচারণা চালাচ্ছেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাংবাদিক এম এ আজিজ বিস্ময়কর বিদ্যুৎ মানব আয়নাল, খালি হাতে বিদ্যুতের তারে সচলে অভ্যস্ত আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের রাষ্ট্র ও সমাজের কর্ণধার: শিবির সভাপতি চাকরি দেওয়ার নামে প্রতারণা: নোয়াখালীতে ভুয়া র‍্যাব সদস্য গ্রেফতার উখিয়ায় ১০ ফুট লম্বা বার্মিজ অজগর উদ্ধার: আতঙ্কের পর নিরাপদে অবমুক্তির প্রস্তুতি

মুশফিকের সঙ্গে বিরাট ভুল বোঝাবুঝি, অল্পের জন্য রক্ষা লিটনের

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ১২:১৯:০০ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫
  • / ৩৪ বার পড়া হয়েছে
দ্বিতীয় দিনের শুরুর এক ঘণ্টায় অধিনায়ক নাজমুল হোসেন শান্তর উইকেট খুইয়েছে বাংলাদেশ। এরপর আরও এক উইকেট খোয়ানোর খুব কাছাকাছি চলে গিয়েছিল সফরকারীরা। তবে শেষমেশ ভাগ্যগুণে রক্ষা পেয়ে গেছেন নতুন ব্যাটার লিটন দাস।

লিটনের সঙ্গে মুশফিকুর রহিমের জুটিটা তখন খুব বেশি বড় হয়নি। পঞ্চম উইকেটে মোটে ১৭ রান যোগ করেছেন দুজনে। তখনই হলো বিরাট এক ভুল। দুজনের বোঝাবুঝিতে উইকেটটা আরেকটু হলে খুইয়েই বসেছিল বাংলাদেশ।

ইনিংসের ১০৩তম ওভারে ঘটেছে ঘটনাটা। থারিন্দু রত্নায়েকের ডানহাতি স্পিন অফসাইডে উইকেটের পেছনে ঠেলে দিয়ে একটা রান নিতে ডাক দিয়েছিলেন মুশফিক। তবে ‘কল’ টা দিয়েই পেছনে তাকান তিনি, ভুল বুঝতে পেরে সেটা নাকচ করে দেন, ততক্ষণে লিটন চলে গেছেন স্ট্রাইকারের এন্ডে যেখানে আগেই ছিলেন মুশফিক।

এমন পরিস্থিতি থেকে রক্ষা পেতে হলে বিরাট ভাগ্য প্রয়োজন। লিটনের আজ তাই ছিল। গালি থেকে বলটা ধনাঞ্জয়া ডি সিলভা থ্রো করেন স্ট্রাইকারের এন্ডে, যেখানে মুশফিক আগে থেকেই ‘নিরাপদে’ দাঁড়িয়ে আছেন। সেখানে উইকেটরক্ষক কুশল মেন্ডিস আবার স্টাম্পও ভাঙেন কী বুঝে।

এরপরই ভুলটা বুঝলেন লঙ্কান উইকেটরক্ষক। থ্রো করেন বোলারের এন্ডে। ততক্ষণে ক্রিজে নিরাপদে পৌঁছে গেছেন লিটনও। বড় একটা ফাঁড়া কেটে যায় তার।

প্রলয়/তাসনিম তুবা

নিউজটি শেয়ার করুন

মুশফিকের সঙ্গে বিরাট ভুল বোঝাবুঝি, অল্পের জন্য রক্ষা লিটনের

আপডেট সময় : ১২:১৯:০০ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫
দ্বিতীয় দিনের শুরুর এক ঘণ্টায় অধিনায়ক নাজমুল হোসেন শান্তর উইকেট খুইয়েছে বাংলাদেশ। এরপর আরও এক উইকেট খোয়ানোর খুব কাছাকাছি চলে গিয়েছিল সফরকারীরা। তবে শেষমেশ ভাগ্যগুণে রক্ষা পেয়ে গেছেন নতুন ব্যাটার লিটন দাস।

লিটনের সঙ্গে মুশফিকুর রহিমের জুটিটা তখন খুব বেশি বড় হয়নি। পঞ্চম উইকেটে মোটে ১৭ রান যোগ করেছেন দুজনে। তখনই হলো বিরাট এক ভুল। দুজনের বোঝাবুঝিতে উইকেটটা আরেকটু হলে খুইয়েই বসেছিল বাংলাদেশ।

ইনিংসের ১০৩তম ওভারে ঘটেছে ঘটনাটা। থারিন্দু রত্নায়েকের ডানহাতি স্পিন অফসাইডে উইকেটের পেছনে ঠেলে দিয়ে একটা রান নিতে ডাক দিয়েছিলেন মুশফিক। তবে ‘কল’ টা দিয়েই পেছনে তাকান তিনি, ভুল বুঝতে পেরে সেটা নাকচ করে দেন, ততক্ষণে লিটন চলে গেছেন স্ট্রাইকারের এন্ডে যেখানে আগেই ছিলেন মুশফিক।

এমন পরিস্থিতি থেকে রক্ষা পেতে হলে বিরাট ভাগ্য প্রয়োজন। লিটনের আজ তাই ছিল। গালি থেকে বলটা ধনাঞ্জয়া ডি সিলভা থ্রো করেন স্ট্রাইকারের এন্ডে, যেখানে মুশফিক আগে থেকেই ‘নিরাপদে’ দাঁড়িয়ে আছেন। সেখানে উইকেটরক্ষক কুশল মেন্ডিস আবার স্টাম্পও ভাঙেন কী বুঝে।

এরপরই ভুলটা বুঝলেন লঙ্কান উইকেটরক্ষক। থ্রো করেন বোলারের এন্ডে। ততক্ষণে ক্রিজে নিরাপদে পৌঁছে গেছেন লিটনও। বড় একটা ফাঁড়া কেটে যায় তার।

প্রলয়/তাসনিম তুবা