ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের নতুন পরিচালক শহিদ মোহাম্মদ সাইদুল হক

- আপডেট সময় : ১২:০৭:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫
- / ৩৭৬ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক
শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের যুগ্মসচিব শহিদ মোহাম্মদ সাইদুল হককে বদলি করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) পদে পদায়ন করা হয়েছে।
বুধবার (৬ আগষ্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে তাকে বদলি পূর্বক পদায়ন করা হয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখার যুগ্মসচিব আবুল হায়াত মো: রফিক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের যুগ্মসচিব শহিদ মোহাম্মদ সাইদুল হককে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) পদে পদায়ন করা হয়েছে। আগামী ১৩ আগষ্ট ২০২৫ ইং তারিখের মধ্যে বদলীকৃত কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে। অন্যথায় ১৩ আগষ্ট অপরাহ্ণ থেকে তাৎক্ষণিক অবমুক্ত ( Stand Released) হবেন বলেও প্রজ্ঞাপণে উল্লেখ করা হয়। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে পৃথক প্রজ্ঞাপনে জানানো হয়।
এই পথটি যুগ্ন সচিব পদ থাকা সত্ত্বেও উপসচিব প্রদান করায় দীর্ঘদিন ধরে প্রশাসনিক কার্যকলাপ বিরত হয়ে আসছিল। এর আগে দুইজন চলতি দায়িত্বে দায়িত্ব পালন করেন।