সারাদেশে আওয়াজ উঠছে বিএনপি এবার ক্ষমতায় আসবে: আমান উল্লাহ আমান

- আপডেট সময় : ০৯:৩১:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫
- / ৫০ বার পড়া হয়েছে
বনিআমিন, কেরানীগঞ্জ
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা ও সাবেক ডাকসুর ভিপি আলহাজ্ব আমান উল্লাহ আমান বলেছেন, সারাদেশে আওয়াজ উঠছে বিএনপি এবার ক্ষমতায় আসবে। দেশ এখন নির্বাচনের ইমেজে ভাসছে। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে।
সেই নির্বাচনের জন্য সবাইকে প্রস্তুত হতে হবে। তিনি আজ বিকেলে কেরানীগঞ্জের হযরতপুর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কলেজের একটি চার তলা বিশিষ্ট নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন।
আমান উল্লাহ আমান আরো বলেন গত ১৭ বছরে তিনটি নির্বাচনে কেউ ভোট দিতে পারেনি। আগামী ফেব্রুয়ারিতে সবাই নিজের ভোট নিজে দিতে পারব। আগের মত দিনের ভোট আর রাতে হবে না। উৎসব মূখোর পরিবেশে হবে আগামী সংসদ নির্বাচন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নতুন প্রজন্মের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক।এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি, হযরতপুর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কলেজের অধ্যক্ষ নুরুল আলম তালুকদার,সাবেক অধ্যক্ষ আব্দুল মতিন, কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী শামীম হাসান, সহ-সভাপতি নাজিম উদ্দিন, মোহাম্মদ মোজাম্মেল হক, সিনিয়র যুগ্ন সম্পাদক মনিরুল হক মনির, সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম মিন্টু, স্বেচ্ছাসেবকদল নেতা ওয়ালীউল্লাহ সেলিম, মোঃ মহসিন, শ্রমিক দল নেতা আব্দুল জলিল প্রমূখ।