মঠবাড়িয়ায় অর্থনৈতিক শুমারি’র প্রশিক্ষণ শুরু

- আপডেট সময় : ০২:০১:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪
- / ১৩৩ বার পড়া হয়েছে
রুম্মান হাওলাদার, উপকূলীয়
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় শুরু হয়েছে চতুর্থ অর্থনৈতিক শুমারি- ২০২৪ এর চার দিনের প্রশিক্ষণ কর্মশালা। উপজেলা পর্যায়ের এ প্রশিক্ষণ কর্মশালায় ১৭ জন সুপারভাইজার ও ১৫৬ জন তথ্য সংগ্রহকারীগণ অংশগ্রহন করেন।
বৃহস্পতিবার (৫ই ডিসেম্বর) সকাল ৯টায় সরকারি হাতেম আলী মাধ্যমিক বালিকা বিদ্যালয় এবং উদায়ন মাধ্যমিক বিদ্যালয়-এই দুই ভ্যানুতে কর্মশালার আয়োজন করা হয়। ভ্যানু-১ এর কর্মশালায়া অংশগ্রহণকারী সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ দেন উপজেলা শুমারী সমন্বয়কারী মো. ইসমাইল এবং জোনাল অফিসার-১ এর দায়িত্বে থাকা উপজেলা জুনিয়র পরিসংখ্যান সহকারী মো. ইয়াকুব আলী। প্রতিদিন সকাল ৯টা হতে বিকেল ৫টা পর্যন্ত আগামী ৮ই ডিসেম্বর এ প্রশিক্ষণ চলবে বলে জানা যায়। এবারই প্রথম ডিজিটাল ডিভাইস ট্যাবলেট ব্যবহার করে শুমারি’র কার্যক্রম পরিচালিত হতে যাচ্ছে। চার দিনের প্রশিক্ষণ শেষে মাঠ পর্যায়ের মূল তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হবে আগামী ১০ই ডিসেম্বর।
শেষ হবে ২৬শে ডিসেম্বর। মোট ১৫ দিন অর্থনৈতিক শুমারী পরিচালিত হবে। এতে মঠবাড়িয়া উপজেলার অর্থনৈতিক প্রতিষ্ঠান এবং অর্থনৈতিক কর্মকান্ড সম্পন্ন খানা (পরিবার) এর তথ্য সংগ্রহ করা হবে বলে জানা যায়। ১৬ ডিসেম্বর ও ২৫ ডিসেম্বর এই দুই দিন শুমারি কাজ বন্ধ থাকবে। উল্লেখ্য: দেশে সর্বপ্রথম অর্থনৈতিক শুমারি হয় ১৯৮৬ সালে, ২য় অর্থনৈতিক শুমারি ২০০১ ও ২০০৩ সালে পর্যায়ক্রমে অনুষ্ঠিত হয়, ৩য় অর্থনৈতিক শুমারি ২০১৩ সালে অনুষ্ঠিত হয়। এরই ধারাবাহিকতায় বর্তমানে বাংলাদেশের ৪র্থ অর্থনৈতিক শুমারি ২০২৪ সালে অনুষ্ঠিত হতে যাচ্ছে।