শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ০৭:১৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
কুড়িগ্রামে অষ্টমির স্নানে লাখো মানুষের সমাগম ফরিদপুরে গঙ্গাস্নানে ভক্তদের উপচেপড়া ভিড় এক লাখ ৮০ হাজার রোহিঙ্গা ফেরত নিতে সম্মত মিয়ানমার ময়মনসিংহে উৎসবমুখর পরিবেশে অষ্টমী স্নানোৎসব শুরু ভালুকায় তাঁতীদল নেতাকে কুপিয়ে জখমের ঘটনায় গ্রেফতার ১ ঐক্যমতের ভিত্তিতে ড. ইউনূস ২ থেকে ৪ বছর সরকারে থাকতে পারেন ছাত্র সমন্বয়ককে গ্রেপ্তারের ঘটনাকে পুলিশ বলছে নির্দিষ্ট অভিযোগে গ্রেফতার, বৈষম্যবিরোধী আন্দোলনের বিবৃতি জাতীয় নাগরিক পার্টি প্রয়োজন বোধ করলে ঐক্যগত বা জোটগতভাবে কিংবা আলাদা প্রার্থী দিয়ে নির্বাচনে অংশ নেবে ফুলবাড়িয়ার সন্তোষপুর বনে অগ্নিকাণ্ডের নেপথ্যে যে কারণ গাজীপুরে ইজিবাইক চালককে পিটিয়ে জখমের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

রাজশাহীতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমির পরিচালকের অপসারণের দাবিতে মানববন্ধন

রাজশাহীতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমির পরিচালকের অপসারণের দাবিতে মানববন্ধন

নাজিম হাসান, রাজশাহী

রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমির নতুন পরিচালক হরেন্দ্র নাথ সিংকে দ্রুত অপসারণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল রবিবার বেলা ১১টার সময় মহানগরীর সাহেববাজার জিরোপয়েন্টে সকল সম্প্রদায়ের ব্যানারে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

এসময় মানববন্ধনে বক্তারা বলেন, হরেন্দ্র নাথ সিং ফ্যাসিবাদের দোসর বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও রাজশাহী সদর আসনের সাবেক সংসদ সদস্য ফজলে হোসেন বাদশার বিশ্বস্ত কর্মী এবং ওয়ার্কার্স পাটির অঙ্গ সংগঠন জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক। জাতীয় আদিবাসী পরিষদ ভারতের বিচ্ছিন্নতাবাদী মাওবাদী সংগঠনের যোগসাজশে বাংলাদেশের আদিবাসীদের অধিকার আদায়ের নামে আন্দোলন সংগ্রাম করে জাতীয় তথা রাষ্ট্রীয় শান্তি ও সম্প্রীতি বিনষ্টের অপরাজনীতি করে চলেছে।

তারা বলেন, ২০১০ সালে দৈনিক ডেসটিনি পত্রিকায় ‘বাংলাদেশি আদিবাসী নেতাকে নিয়ে উদ্বিগ্ন পশ্চিমবঙ্গ’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ করে। প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়, রবীন্দ্রনাথ সরেন নামের এক আদিবাসী নেতার সঙ্গে সরাসরি না হলেও ঘুরপথে মাওবাদীদের যোগাযোগ রয়েছে। এই হরেন্দ্র নাথ সিং প্রয়াত রবীন্দ্রনাথ সরনের একান্ত কাছের মানুষ ছিলেন। এ জন্য তার সাথে মাওবাদীদের যোগসাজশ রয়েছে বলে বক্তারা অভিযোগ করেন।

বক্তারা বলেন,ভারতের মাওবাদী বিচ্ছিন্নতাবাদী সংগঠনের গুপ্তচর হরেন্দ্র নাথ সিং যদি একাডেমির পরিচালকের পদে নিযুক্ত থাকেন তাহলে আদিবাসীদের মাঝে বিবাদ-বিভাজন বৃদ্ধি পাবে ও আদিবাসী বাঙ্গালীর সৌহার্দপূর্ণ সর্ম্পক নষ্ট হবে। এতে করে রাষ্ট্রের সুনামও ক্ষুণ্ন হবে। তাই তারা তাকে অপসারণের দাবি করেন। নইলে বৃহৎ কর্মসূচি দেয়া হবে বলে তারা হুঁশিয়ারি দেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা বরজাহান আলী, ক্রীড়া সংগঠক আসাদুজ্জামান আসাদ, আবিবাসী নেতা অনিক টুডু, জয়ন্ত বিশ্বাস, জুই মার্ডি, সুকুমার বিশ্বাস, মাইকেল, শাহাদুর টপ্প্য, গেবিন্দ ওঁরাও, নরেন হেমব্রম প্রমুখ। উল্লখ্যে, হরেন্দ্র নাথ সিং গত ৫ ডিসেম্বর রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমির নতুন পরিচালক হিসেবে যোগ দান করেন।

সংবাদটি শেয়ার করুন :

© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত । দৈনিক প্রলয়